বিএনপির গুলশান চেয়ারপারসন অফিসে চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সঙ্গে তুরস্কের ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের একটি ১৬ সদস্য প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শুরু হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বেলা ৩টায় গুলশান চেয়ারপারসন অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দলটির চেয়ারপারসনের প্রেস উইং শায়রুল কবির খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
এ ছাড়াও জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধি দলে আছেন ডক্টর রফিক কোরকুসুজ কামাল কেয়া মেহসুরেত আকিনলি হোসনি ইয়াযযান হান্না একবুলাট ও রাসিম আয়তিনসহ ১৬ জন।