এই ঢাকা শহর কখনো ভুলবে না সেই দিনের রাজপথের কথা!!
খুনি ও অবৈধ হাসিনা সরকারের লেলিয়ে দেওয়া দমন-পীড়ন বাহিনীর বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন এক সাহসী তরুণ—ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আব্বাস আলী।
যখন ভয়, গ্রেপ্তার আর গুমের আতঙ্কে মুখ থুবড়ে পড়েছিল রাজপথ, তখনই আব্বাস আলী ছিলেন সামনে। তিনি ছিলেন প্রতিরোধের প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে বজ্রকণ্ঠ। রক্তাক্ত হলেও পিছু হটেননি। কারণ তিনি জানেন—এই লড়াই শুধু তার নয়, এটা তরুণ প্রজন্মের অস্তিত্বের লড়াই, ভবিষ্যতের অধিকার ছিনিয়ে আনার লড়াই।
এই ভোটে তরুণ প্রজন্মের আশা-ভরসার নাম আব্বাস আলী।
আসুন, রাজপথের সেই সাহসী কণ্ঠকে এবার ব্যালট বিপ্লবে রূপ দিই।