বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র বার বার করা নির্যাতিত ও ত্যাগি নেতা এন এম আব্দুল্লাহ উজ্জ্বল,
ম্যাক্স টিভি কে দেয়া একান্ত সাক্ষাৎকারে যা বলেন দেশনেত্রী খালেদা জিয়া যেদিন গ্রেফতার হয় ঠিক তার আগের দিন রাতে আমাকে গ্রেফতার করা হয় এবং ডিবিতে রিমান্ডে নিয়ে নির্যাতন করে জেলে প্রেরন করা হয়।
এর আগে পরে বহুবার আমাকে গ্রেফতার করেছিলো ফেসিস্ট সরকারের প্রশাসন বাহিনী।
এর মাঝে আমার ব্রেন স্ট্রোক হওয়ায় আমি ঠিকমতো চিকিৎসা টুকু পর্যন্ত নিতে পারিনি এই পুলিশ ও ডিবির কারণে। পরবর্তীতে জীবন বাঁচাতে চিকিৎসা নিতে দেশের বাইরে পালিয়ে যেতে বাধ্য হই এবং সম্পূর্ণ সুস্থ না হওয়া সত্ত্বেও আন্দোলনের আগেই ফিরে এসে আন্দোলনে নেমে পরি।
চিকিৎসা ঠিকমত না হওয়ায় আমার ডান সাইড প্যারালাইজড হয়ে যায়,মুখে কথা বলতে আটকায়, এখনো চলতে ফিরতে আমার ডান পায়ে সমস্যা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি)
এন এম আব্দুল্লাহ্ উজ্জ্বল
১/সদ্য সাবেক সহ সাধারণ সম্পাদক,
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি।
(টুকু-মুন্না কমিটি)
২/সাবেক সহ সাংগঠনিক সম্পাদক,
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাএদল কেন্দ্রীয় কমিটি।
(জুয়েল- হাবিব কমিটি)
৩/সাবেক সদস্য,
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাএদল কেন্দ্রীয় কমিটি।
(টুকু – আলীম কমিটি)
৪/সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাএদল ঢাকা মহানগর দক্ষিণ।
(মরহুম সাগীর -মরহুম সুমন কমিটি)
৫/সাবেক ভি,পি,
সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ।
৬/সাবেক সহ সভাপতি, বৃহত্তর রমনা থানা,
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাএদল মহানগর দক্ষিণ।
(খোকন – মিন্টু কমিটি)