মহাসড়কে অবৈধ নিষিদ্ধ ব্যাটারি চালিত জানের বিরুদ্ধে ট্রাফিক বিভাগের ব্যবস্থা
মোঃজুবায়ের আলম জুবরাজঃরাজধানীর ওয়ারী ট্রাফিক বিভাগের ডেমরা জোনের টি আই আদনীন আলম এর নেতৃত্বে নিষিদ্ধ ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায়। এ সময় মহাসড়কে চলাচলরত সিএনজি, লেগুনা, মোটরসাইকেল, বাস ও অটোরিকশার বিরুদ্ধে মামলা ও রেকার বিল আদায় করেন ট্রাফিক পুলিশ। রাজধানীর মাতুয়াইল এর বেপারী বাড়ির ইউ টার্নিং এ, এই অভিযান পরিচালিত হয়।অভিযানে অংশগ্রহণ করেন সার্জেন্ট শহিদ,আর্জেন্ট রমজান,সার্জেন্ট মনিরুল সহ রেকার অপারেটর মিলন ও শফিকুল ট্রাফিক সদস্য আশ্রাফ, আলমগীর, জামাল,মাহাবুব, জাকির,সেলিম। অভিযোগ রয়েছে সরকারদলীয় পরিচয় দিয়ে নামে বেনামে গরীব অটোরিকশা চালকদের কাছথেকে বিভিন্ন কৌশলে মাসিক চাঁদা আদায় করেন।
রয়েছে যাত্রাবাড়ীতে একি অবস্থা কুতুবখালী, শনির আখড়া, রায়েরবাগ, কাজলা, যাত্রাবাড়ী সবজির বাজার সহ প্রায় জায়গাতেই সিএনজি, লেগুনা, মোটরসাইকেল, বাস ও অটোরিকশা যানজট সৃষ্টি করছে এই ধারাবাহিকতায় টি আই মাহাবু শাহ,টি আই রফিক,টি আই আনন্দ এবং ওয়ারী ট্রাফিক বিভাগের বিশেষ টিম হিসেবে পরিচালনায় টি আই বিপ্লব ভৌমিক কাজ করে আসছেন।ট্রাফিক বিভাগের দাবি অটোরিক্সার বিরুদ্ধে ব্যবস্থা নিলেও তারা পুনরায় মহাসড়কে দাপিয়ে বেড়ায়।