জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন চৌমুহনী বাজারে
বাংলাদেশ ক্যাবল লি: এর ডিপো ও শো রুমের কার্যক্রমের শুভ উদ্ভোদন করা হয়।
সভাপতিত্ব করবেন: জনাব ফখরুজ্জামান চৌধুরী রুমি
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি সি এল কো:ম্পানী ম্যানেজিং ডাইরেক্টর জনাব মোঃ রায়হান আলী, সাবেক ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মামুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজি সানোয়ার মেম্বার
আমন্ত্রিত অতিথি: মোঃ আব্দুল্লাহ্ আল সাহাদ (বি সি এল ক্যাবল কোম্পানির পরিবেশক জয়পুরহাট ।
আরও উপস্থিত ছিলেন,মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ ও শো রুমের স্বত্তাধীকারী,ফজলুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের দোকান মালিকরা।
এসময় রায়হান আলী বলেন, আমরা আস্থা ও বিশ্বাসের সাথে আপনাদের সাথে বি সি এল ক্যাবল ব্যবসা করবো ইনশাআল্লাহ।
আমাদের ক্যাবলের গুণগত মান অনেক অনেক ভাল এবং অরিজিনাল তামার তৈরী। বিসি এল ক্যাবল আপনাদের ক্যাবল হিসেবে ব্যবহার করবেন।