শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন

দিন-দুপুরে ডাটা সেন্টারে চুরি, তিন ঘণ্টা বন্ধ অ্যাসাইকুডা সার্ভার..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪ বার পঠিত হয়েছে
প্রতীকী ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টম অটোমেশনের অ্যাসাইকুডা ডাটা সেন্টারে চুরি উল্লেখ করে রাজধানীর রমনা থানায় জিডি করেছে রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠান আর্ক পাওয়ার লিমিটেড। প্রতিষ্ঠানটি ৫ লাখ টাকার পাইপ-কেবলসহ ডাটা সেন্টারের বাইরের সিসি ক্যামেরাও নিয়ে গেছে বলে জানিয়েছেন অর্ক পাওয়ারের কর্মকর্তা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় ৪টা পর্যন্ত সার্ভার বন্ধ ছিল বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টম হাউসের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

তবে অসাইকুডা সার্ভার ডাউনের বিষয়টি অস্বীকার করেছেন বর্তমানে দেশের বাইরে অবস্থান করা কাস্টম পলিসির দায়িত্বপ্রাপ্ত সদস্য হোসেন আহমদ। রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠান বলছে, এই চুরির সঙ্গে সার্ভার বন্ধের কোনো সম্পর্ক নেই। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা ৫০ মিনিটে অসাইকুডা সার্ভারের ডেটা সেন্টারের সিসিটিভি কানেকশন ডিসকানেক্ট হয়ে আছে। আর দুপুর ১টার দিকে রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা নিচে নেমে দেখতে পান, দুজন লোক ডাটা সেন্টারের এসির পাইপ কেটেছে। তারা এখানে যেতেই দেয়াল টপকে লোক দুটো পালিয়ে যায়। রমনা থানায় করা জিডিতে এভাবেই ঘটনার বর্ণনা দিয়েছেন অর্ক পাওয়ার লিমিটেডের ম্যানেজার মো. আবু জাইদ। এই সময়ের মধ্যে ডাটা সেন্টারের সিসিটিভি ক্যামেরার কেবল, জেনারেটরের কেবল, এসির আউটডোর কেবলসহ ৫ লাখ টাকার কেবল নিয়ে গেছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আর্ক পাওয়ার লিমিটেডের ম্যানেজার মো. আবু জাইদ Max tv bdকে বলেন, অ্যসাইকুডা সিস্টেমের ডাটা সেন্টারের কেবল চুরি করে নিয়ে গেছে। আমরা ডাটা সেন্টারের সিসিটিভি ক্যামেরার কানেকশন ডিশ কানেক্ট দেখার সঙ্গে সঙ্গে আমাদের কর্মকর্তারা নিচে গিয়ে দুজন লোককে তার কাটতে দেখতে পান। উপস্থিতি টের পেয়ে তারা পালিয়েছে। আর এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আমরা থানায় জিডি করেছি।

সূত্র আরও জানায়, অসাইকুডা সিস্টেমের ডাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা। যার মাধ্যমে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। দিন-দুপুরে ডাটা সেন্টারের চুরি নিয়ে অবাক খোদ কাস্টম কর্মকর্তারা। তারা বলছেন, এত গুরুত্বপূর্ণ স্থাপনা কীভাবে এত অরক্ষিত থাকে। আর কাকতালীয়ভাবে ডাটা সেন্টারে চুরির দিন দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় বিকাল ৪টা পর্যন্ত অসাইকুডা সার্ভার ডাউন ছিল।

চট্টগ্রাম কাস্টম হাউসের শুল্কায়নের দায়িত্বে থাকা একাধিক কর্মকর্তা Max tv bdকে জানিয়েছেন, গত ২৪ ফেব্রুয়ারি দুপুরের পর থেকে কাজ করতে অনেক ঝামেলা হয়েছে। একটি বড় কাস্টম হাউসের এক প্রোগ্রামার ও অপারেশনের দায়িত্বে থাকা কর্মকর্তারাও সার্ভার গত ২৪ ফেব্রুয়ারি দুপুরের পর থেকে প্রায় চারটা পর্যন্ত কাজ করছিল না বলে জানিয়েছেন। আর গতকাল সকাল থেকে দুপুরের আগ পর্যন্ত সার্ভার দেখা গেলেও কাজ হচ্ছিল না বলে নিশ্চিত করেছেন এসব কর্মকর্তা।

এ বিষয়ে জানতে চাইলে এনবিআরের কাস্টম পলিসির দায়িত্বপ্রাপ্ত সদস্য হোসেন আহমদ Max tv bdকে বলেন, সার্ভার বন্ধ ছিল না। একটি ডাটা সিস্টেমের শুধু এসির পাইপ চুরির প্রচেষ্টা ছিল, যা সাথে সাথে আমাদের নেটওয়ার্ক মনিটরিং টিমের গোচরীভূত হয়। এতে মূল সার্ভারে কোনো প্রভাব পড়েনি। উল্লেখ্য, মূল সার্ভারের কিছু সমস্যা হলে সঙ্গে সঙ্গেই ব্যাকআপ মিরর সার্ভার চালু করা যায় বলেও দাবি করেন তিনি।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর