শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন

কারাগারে সুমনের সঙ্গে কলা-রুটি ভাগ করে খাই : পলক..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮ বার পঠিত হয়েছে
জুনায়েদ আহমেদ পলক ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ছবি : সংগৃহীত

অর্থ সংকটে কারাগারে মানবেতর অবস্থায় আছেন, অন্য বন্দিদের কলা-রুটি ভাগ করে খাচ্ছেন বলে দাবি করেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বিচারক এজলাসে আইনজীবী ও সাংবাদিকদের শুনিয়ে তিনি এসব কথা বলেন।

পলক বলেন, চিড়া-মুড়ি খাওয়ার টাকাও নাই। কারাগারে সুমনের (ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন) সঙ্গে কলা-রুটি ভাগ করে খাই।

সাবেক এই প্রতিমন্ত্রী তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিকে বলেন, শুনানিতে বেশি কিছু বলার দরকার নেই। বেশি কিছু বললেই রিমান্ড বাড়িয়ে দেয়। যত কম বলবা তত ভালো।

এ সময় পলক আইনজীবীদের বলেন, আমি এত পরিমাণে আদালতে আসি, সকালে কারাগারে হাঁটতে বের হলে তখন বন্দিরা আমাকে বলে- আজকে আপনার অফিস নেই?। আদালতকে তারা আমার অফিস মনে করে।

তিনি আরও বলেন, জেলখানার জীবন মারাত্মক শিক্ষার জীবন। সবার কম করে হলেও সাত দিন জেলে থাকা উচিত। যদি কখনো কারাগার থেকে বের হতে পারি তখনও এই কথা বলব। এ সময় পুলিশ তাকে কথা বলতে নিষেধ করেন। জবাবে পলক বলেন, আমি কোনো বেআইনি কথা বলছি না।

এর আগে বেলা ১১টার দিকে পলককে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। হেলমেট, হাতকড়া ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে তাকে আদালতে আনা হয়।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর