মোঃ জমির হোসেন,স্টাফ রিপোর্টারঃ-
যশোর জেলা সদর বিজ্ঞ আদালতের নির্দেশনা পেয়ে বেনাপোল পোর্টথানার অন্তর্গত বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ০৩(তিন) জন ও গ্রেফতারী পরোয়ানা ভূক্ত ১৪(চৌদ্দ) জন আসামী কে গ্রেফতার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ।
পোর্টথানা সূত্রে জানা গেছে,বিজ্ঞ আদালতের গ্রেফতারী নির্দেশনা পেয়ে অত্র থানা পুলিশের একটি অভিযানিক দল রবিবার(৬ আগষ্ট) ভোর থেকে অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত ও গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামীদেরকে গ্রেফতার করে।
সাজাপ্রাপ্ত আসামীগণ- ১। মোঃ তরিকুল ইসলাম, পিতা-মৃত আবু বক্কার সরকার, সাং-শিবনাথপুর বারপোতা, ২। মোঃ আইয়ুব আলী, পিতা-মোঃ জাহান আলী, সাং-গয়ড়া, পোষ্ট-বেনাপোল, ৩। মেসার্স রহমান এন্ড ব্রাদার্স মালিক, মোঃ মোস্তাফিজুর রহমান, পিতা-মোঃ বজলুর রহ মান, সাং-বাহাদুরপুর রোড, পোড়াবাড়ী, সব থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর এবং
গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামীগণ- ১। মোঃ তরিকুল, পিতা-
মোঃরাজ্জাক, সাং-গাজীপুর, ২। মোঃ এনামুল হোসেন, পিতা-মৃত মনু শেখ, সাং-দিঘীরপাড় (রাশেদ কমিশনাররের বাড়ীর পাশে),৩। মোঃ রায়হান, পিতা-মোঃ রহমান, সাং-দিঘীরপাড়, ৪। মোঃ আক্তার হোসেন, পিতা-ওহিদুল্লাহ বল্টু, মাতা-বানেছা বেগম, সাং-সাদীপুর, ৫। মোঃ সুইট (৩০), পিতা-কবির হোসেন, সাং-দিঘীরপাড়, ৬। মোঃ রিংকু, পিতা-আলী হোসেন, সাং-বড় আঁচড়া, ৭। মোঃ জাকির হোসেন (৩১), পিতা-মৃত আবু শাম, সাং-কৃষ্ণপুর (পশ্চিমপাড়া), ৮।মোঃ হাসান আলী, পিতা-মোঃ রুহুল আমিন, সাং-পুটখালী পশ্চিম পাড়া, ৯। মোঃ কামরুল ইসলাম কামাল, পিতা-আহম্মেদ আলী মন্ডল, সাং-রাজাপুর উত্তরপাড়া, ১০। মোঃ রনি, পিতা-শহিদুল ইসলাম, সাং-বড় আচঁড়া, ১১। মোঃ মারুফ হোসেন, পিতা-মোঃ শাহজামাল, সাং-বড় আচঁড়া, সব থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরগনকে গ্রেফতার করা হয়।
আসামীদের গ্রেফতারের বিষয়ে বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামাল হোসেন ভূঁইয়া বলেন,আদালতের গ্রেফতারী বার্তা এবং যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম মহোদয় এর নির্দেশক্রমে উপরিল্লিখিত মোট ১৭(সতেরো) আসামীকে গ্রেফতার করা হয়।
আসামী সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষে যথাযথ পুলিশ প্রহরায় যশোর জেলা সদর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।