রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৪২ অপরাহ্ন

৩১ ঘণ্টা পর রাজশাহী থেকে ছেড়ে গেল ট্রেন..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৩৬ বার পঠিত হয়েছে
ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় খুশি যাত্রীরা। ছবি : Max tv bd

৩১ ঘণ্টা পর রাজশাহী স্টেশন থেকে একে একে ছেড়ে গেছে ট্রেন। রেল চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীদের সীমাহীন দুর্ভোগের অবসান হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকেই বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ট্রেন।

পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারা দেশের মতো রাজশাহীতে ট্রেন চলাচল বন্ধ করেন রানিং স্টাফরা। ফলে সোমবার রাত ১১টা ২০ মিনিটে ঢাকাগামী সিল্কসিটি ট্রেনটি সর্বশেষ ছেড়ে যায়।

রাজশাহী রেলওয়ের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার শহীদুল আলম বলেন, আজ সকাল ৬টা ১০ মিনিটে খুলনার উদ্দেশ্যে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন, ৬টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে মধুমতী এক্সপ্রেস ট্রেন, ৭টা ৩৫ মিনিটে বনলতা এক্সপ্রেস ট্রেন ও ৭টা ৫০ মিনিটে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন রাজশাহী স্টেশন ছেড়ে যায়।

তিনি আরও বলেন, মঙ্গলবার রাত ৩টার দিকে আমরা ঢাকা কন্ট্রোলরুম থেকে ট্রেন চালানোর সিদ্ধান্ত পাই। এরপরই আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। সকাল থেকে সব ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তবে বনলতা ও সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন দুটি ২০ মিনিট বিলম্বে ছাড়ে। আমরা রেলের সব কর্মকর্তা স্টেশন অবস্থান করছি। যাতে করে যাত্রীদের দুর্ভোগ কিছুটা কমানো যায়।

এদিকে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়া খুশি যাত্রীরা। যাত্রীরা জানান, গতকাল ট্রেন বন্ধ থাকায় অনেকেই স্টেশনেই রাত কাটিয়েছেন। আজ ট্রেন চলাচল শুরু না হলে বাড়ি যাওয়া সম্ভব হতো না।

রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাড়ি ট্রেনের যাত্রী সাদিক আবতাহী মাসুক বলেন, আমি আমার বাবাকে নিয়ে চিকিৎসা করতে ইন্ডিয়া যাব। আমি অনেক কষ্ট করে গতকাল রাতেই এসেছি। কাল তো আর ট্রেন চলেনি। এখানেই রাত পার করেছি। আজ সকালে যাচ্ছি। ভালো লাগছে। কষ্ট হলেও শেষ পর্যন্ত যেতে পারছি এই অনেক।

ঢাকাগামী বনলতা ট্রেনের যাত্রী এমদাদুল হক বলেন, আমি তো ভেবেছিলাম ট্রেন চলবে না। এজন্য টিকিট ফেরত দিয়ে বাসের টিকিট নেব ভাবছিলাম। এখন দেখি ট্রেন চলছে। আমি খুশি যে, নিরাপদে ঢাকায় যেতে পারব।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর