৩১ ঘণ্টা পর রাজশাহী স্টেশন থেকে একে একে ছেড়ে গেছে ট্রেন। রেল চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীদের সীমাহীন দুর্ভোগের অবসান হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকেই বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ট্রেন।
পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারা দেশের মতো রাজশাহীতে ট্রেন চলাচল বন্ধ করেন রানিং স্টাফরা। ফলে সোমবার রাত ১১টা ২০ মিনিটে ঢাকাগামী সিল্কসিটি ট্রেনটি সর্বশেষ ছেড়ে যায়।
তিনি আরও বলেন, মঙ্গলবার রাত ৩টার দিকে আমরা ঢাকা কন্ট্রোলরুম থেকে ট্রেন চালানোর সিদ্ধান্ত পাই। এরপরই আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। সকাল থেকে সব ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তবে বনলতা ও সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন দুটি ২০ মিনিট বিলম্বে ছাড়ে। আমরা রেলের সব কর্মকর্তা স্টেশন অবস্থান করছি। যাতে করে যাত্রীদের দুর্ভোগ কিছুটা কমানো যায়।
রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাড়ি ট্রেনের যাত্রী সাদিক আবতাহী মাসুক বলেন, আমি আমার বাবাকে নিয়ে চিকিৎসা করতে ইন্ডিয়া যাব। আমি অনেক কষ্ট করে গতকাল রাতেই এসেছি। কাল তো আর ট্রেন চলেনি। এখানেই রাত পার করেছি। আজ সকালে যাচ্ছি। ভালো লাগছে। কষ্ট হলেও শেষ পর্যন্ত যেতে পারছি এই অনেক।
ঢাকাগামী বনলতা ট্রেনের যাত্রী এমদাদুল হক বলেন, আমি তো ভেবেছিলাম ট্রেন চলবে না। এজন্য টিকিট ফেরত দিয়ে বাসের টিকিট নেব ভাবছিলাম। এখন দেখি ট্রেন চলছে। আমি খুশি যে, নিরাপদে ঢাকায় যেতে পারব।