রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন

রাজশাহীতে বিপাকে ৫ শতাধিক রেলযাত্রী..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৩০ বার পঠিত হয়েছে
ট্রেন বন্ধ থাকায় ভোগান্তিতে ৫ শতাধিক যাত্রী। ছবি : Max tv bd

পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারা দেশের ন্যায় রাজশাহীতেও ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন রানিং স্টাফরা। এতে বিপাকে পড়েছেন ৫ শতাধিক যাত্রী।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোর থেকে স্টেশন থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন। লোকাল, আন্তঃনগর, মেইলসহ সব ধরনের ট্রেন বন্ধ। ভোর থেকে শত শত মানুষ অপেক্ষা করছেন। হঠাৎ ট্রেন চলাচল বন্ধে বিপাকে সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা।

রাজশাহী রেলওয়ে স্টেশনের তথ্যমতে, প্রতিদিন ১৮ জোড়া ট্রেন ছেড়ে যায়। তবে মঙ্গলবার সকাল থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি।

এদিকে রেলের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ যাত্রীরা বলেন, রেল কর্তৃপক্ষ আগে থেকেই জানতো তাদের এই কর্মসূচির কথা তাহলে টিকিট ছাড়লো কেন। ট্রেন বন্ধের বিষয়ে কোনো পূর্ব নির্দেশনা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। দাবি আদায়ের যাত্রী বা সাধারণ নাগরিকদের জিম্মি করাটা কতটুকু যৌক্তিক এমন প্রশ্ন করেন যাত্রীরা। এ সময় রেলওয়ে স্টেশনে যাত্রীরা বেশ মারমুখী আচরণও করে।

রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি ট্রেনের যাত্রী আমিনুল ইসলাম বলেন, শীতের মধ্যে সকাল সকাল অনেক কষ্ট করে স্টেশনে এসে দেখি ট্রেন চলছে না। জরুরী কাজে ঢাকা যেতে হবে তাই টিকিট কেটেছিলাম। আজ রাতেই টিকিট কেটেছি। তারা যদি এই কর্মসূচি জানতোই তাহলে কেন টিকিট বন্ধ করল না। রাতে টিকিট দেখে আমরা ভাবছি ট্রেন চলবে তাই টিকিটটা নিয়ে এখানে এসেছিলাম এখন তো ভোগান্তিতে পড়ে গেলাম।

স্টেশনে দাঁড়িয়ে আছেন নুরানী বেগম। তিনি বলেন, দাবি-আন্দোলন থাকবে। সব কিছুরই একটা নিয়ম আছে। তবে তাদের দাবির জন্য যাত্রীদের জিম্মি করাটা কতটুকু যৌক্তিক। এটা মোটেও ঠিক নয়।

এদিকে সকাল থেকেই রাজশাহী রেলস্টেশনে যাত্রী নিরাপত্তাসহ যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করা গেছে।

রাজশাহী রেল স্টেশন কর্তৃপক্ষ মাইকে ঘোষণা করছেন, যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা অনলাইনে টিকিটের সমমূল্য টাকা ফেরত পাবেন। কোন প্রকার টাকা কাটা হবে না বলেও উল্লেখ করেন রেল কর্মকর্তারা।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ Max tv bdকে বলেন, সকাল থেকে সকল ট্রেন বন্ধ আছে। রানিং স্টাফদের দাবি দেওয়া পূরণ হলে বা আন্দোলন প্রত্যাহার হলে ট্রেন চলাচল আবার শুরু হবে। তবে আপাতত বন্ধ থাকবে। যাত্রীদের যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা অনলাইনের টাকা রিটার্ন পাবেন। এছাড়াও যারা কাউন্টারের টিকিট কেটেছেন তারা কাউন্টারে সমমূল্য টাকা ফেরত পাবেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর