সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন

ময়মনসিংহ নগরীতে ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা, চালকদের বিক্ষোভ..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৩৩ বার পঠিত হয়েছে
ময়মনসিংহ নগরীতে ইজিবাইক চালকদের বিক্ষোভ কর্মসূচি পালন। ছবি : Max tv bd

নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সব রুটে ইজিবাইক চলাচলে অনুমতির দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চালকরা। রোববার (১৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসক কাযার্লয় ঘেরাও কর্মসূচি শেষে সিটি করপোরেশনের সামনের সড়ক অবরোধ করে প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ করেন তারা।

এরই মধ্যে নগরীতে যানজট নিয়ন্ত্রণে ৬টি রুটে ইজিবাইক চলাচলে নির্দেশনা দিয়েছে সিটি করপোরেশন।

রোববার (১৯ জানুয়ারি) সকাল থেকে নির্দেশনার কারণে জিলা স্কুল মোড় থেকে নতুন বাজার হয়ে গাঙ্গিনারপাড়, সিকে ঘোষ রোড, দুর্গাবাড়ি রোড এবং স্বদেশি বাজারে ইজিবাইক চলাচল না করায় স্বস্তি প্রকাশ করেন সাধারণ মানুষ।

তারা বলেন, সিটি করপোরেশনের এমন সিদ্ধান্তে নগরীতে যানজট কমে আসায় কাজের গতি বেড়েছে। এটি অব্যাহত থাকলে মানুষের দুর্ভোগ অনেকাংশেই কমে যাবে।

অপরদিকে চালকরা বলছেন, ইজিবাইকপ্রতি ৮ হাজার টাকা খরচ করে তারা লাইসেন্স করার পরও প্রশাসনের এমন সিদ্ধান্তে যাত্রী পাচ্ছেন না তারা। এতে প্রায় ৮ হাজার চালকের পথে বসার উপক্রম হয়েছে। তাই দ্রুত এমন সিদ্ধান্ত তারা প্রত্যাহারের দাবি জানান।

ইজিবাইকচালক মোবারক হোসেন বলেন, যেসব রুটে আমাদের ঢুকতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেসব রুটে যেতে না পারলে আমাদের গাড়িতে কেউ উঠবে না। আমরা কোনো অন্যায় করছি না, গাড়ি চালিয়ে পরিবারের ব্যয় নির্বাহ করি। আমাদের প্রতিনিধিরা জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করছেন। আশা করি সুন্দর সমাধান হবে।

চরপাড়া এলাকার আরিফুর রহমান বলেন, সকাল থেকে নগরীতে ইজিবাইক চলাচল করছে না, এতে চলাচলে অনেকটা স্বস্তি মিললেও বেড়েছে ভাড়া। সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিলে সবার জন্য ভালো হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান Max tv bdকে বলেন, যানজট নিয়ন্ত্রণে নগরীর কয়েকটি রুটে ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাই চালকরা জেলা প্রশাসক ও সিটি করপোরেশন ঘেরাও করেন। সেখানে শৃঙ্খলা ফেরানোর জন্য পুলিশ কাজ করছে। সেটা প্রশাসনিক সিদ্ধান্ত, নিষেধাজ্ঞার বিষয়ে কী করবেন তারাই ভালো জানেন।

ময়মনসিংহ সিটি করপোরেশনের সচিব সুমনা আল মজীদ বলেন, ইজিবাইকচালকরা আমার কাছে স্মারকলিপি দিয়েছে। যেহেতু বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের সমন্বয়ে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়েছিল সেহেতু সেটি পুনর্বিবেচনা করতে আলোচনার প্রয়োজন রয়েছে। দেখা যাক কী হয়, আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর