বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন

আ.লীগ নেতাক/র্মীদের গেরিলা প্রশি/ক্ষণ: রিমান্ড শুনানিতে বিচার/ককে যা বললেন মেজর সাদি/কের স্ত্রী..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৫০ বার পঠিত হয়েছে
সুমাইয়া জাফরিন। ছবি : সংগৃহীত

রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের শুনানি শেষে এবং আসামিপক্ষের জামিন ও রিমান্ড বাতিল চাওয়ার পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন কে বি কনভেনশন সেন্টারে একটি গোপন বৈঠকের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে বুধবার (৬ আগস্ট) সুমাইয়াকে ডিবি হেফাজতে নেওয়া হয়। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়।

রিমান্ড শুনানিতে বিচারকের উদ্দেশে সুমাইয়ার বক্তব্য:

শুনানির সময় সুমাইয়া জাফরিন বলেন,
“ওই প্রোগ্রামটি আগেই আয়োজন করা হয়েছিল। আমি এবং আমার স্বামী সেখানে কিছু সময়ের জন্য আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম।”

তিনি আরও বলেন,
“যিনি এএসপি পরিচয়ে জায়গাটি ভাড়া করেছিলেন, তিনি প্রকৃতপক্ষে অন্য কেউ। এখন সেই দায় আমার ওপর চাপানো হচ্ছে। দয়া করে আমাকে রিমান্ডে না পাঠান। আপনি চাইলে জিজ্ঞাসাবাদ করতে পারেন, আমি সহযোগিতা করব। আমি নিজে কিছু করিনি।”

উল্লেখ্য, গত ৮ জুলাই সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কে বি কনভেনশন সেন্টারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, ছাত্রলীগ ও আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এক গোপন বৈঠকে অংশ নেন। ওই ঘটনার পর ১৩ জুলাই পুলিশ বাদী হয়ে ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। মামলায় এখন পর্যন্ত ২২ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর