ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের মেয়ে ফারজানা রহমান ইপ্সিতার আয়কর নথি জব্দসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগরের সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, তিনি বর্তমানে দেশে অবস্থান করছেন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি ফারজানা রহমান ইঙ্গিতার বিদেশ গমন রহিত করা আবশ্যক। এ ছাড়া পৃথক আবেদনে ঈপ্সিতার ২০১৩-১৪ সাল থেকে ২০২৩-২৪ সাল পর্যন্ত মূল আয়কর নথি জব্দের আবেদন করে দুদক। আদালত তা মঞ্জুর করেন।