সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে আলাদা তিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ এপ্রিল ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে কারাগার থেকে সালমান এফ রহমানকে আদালতে হাজির করা হলে এ আদেশ দেন বিচারক।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সালমানের বিরুদ্ধে নবাবগঞ্জ থানার দুটি হত্যাচেষ্টা মামলায় ও দোহার থানার একটি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তারা এসব মামলার প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য দুটি হত্যাচেষ্টা মামলায় ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভিক্টোরিয়া চাকমার আদালত ও হত্যা মামলায় ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একেএম মহিউদ্দিনের আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ এপ্রিল ধার্য করেছেন। পরে সালমান এফ রহমানের হাজিরা শেষে ফের কারাগারে নেওয়া হয়।
এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবাবগঞ্জ থানায় বিস্ফোরক আইনেসহ হত্যাচেষ্টার অভিযোগে দুটি মামলা করা হয়। এছাড়া দোহার থানায় একটি হত্যা মামলা করা হয়।