শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:২০ অপরাহ্ন

পলক-আতিক-সাদেক খান ফের রিমান্ডে..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২৬ বার পঠিত হয়েছে
পলক-আতিক-সাদেক খান ফের রিমান্ডে। ছবি : Max tv bd

সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সাবেক এমপি সাদেক খানকে ফের রিমান্ডে নেওয়া হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে এদিন আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে হাজতখানায় রাখা হয়। এরপর উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয় । শুনানি শেষে আদালত আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ছাড়া মোহাম্মদপুর থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক এমপি সাদেক খান ও সাবেক ২৯নং ওয়ার্ড কাউন্সিল সলিমুল্লাহ সলুর ৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর