বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে তার পরিবার।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে কারও নাম উল্লেখ না করে অভিযোগ দায়ের করেন তারই যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
তিনি বলেন, অভিযোগে এখনো কারো নাম মেনশন করা হয়নি। এখন শুধু অভিযোগ দাখিল করা হয়েছে। ট্রাইব্যুনাল তদন্ত করলে অপরাধীদের খুঁজে বের করা সম্ভব।
ছাত্র আন্দোলন চলাকালে অনলাইনে মুগ্ধের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, একজন যুবক ‘পানি লাগবে ভাই, পানি?’ বলে বিক্ষোভকারীদের মাঝে পানি বিতরণ করছেন। পরে মীর মাহফুজুর রহমান মুগ্ধ নামের ওই যুবক পুলিশের গুলিতে নিহত হন। মূলত জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ এবং মীর মুগ্ধের মৃত্যুর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর, আন্দোলনে সর্বসাধারণের সম্পৃক্ততা ঘটে।
মুগ্ধর বাবার নাম মীর মোস্তাফিজুর রহমান ও মায়ের নাম শাহানা চৌধুরী। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিন ভাইয়ের মধ্যে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও মুগ্ধ ছিলেন যমজ।