শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন

কলাক্ষেতে পড়ে ছিল আবরারের মরদেহ

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৩৫ বার পঠিত হয়েছে
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি :

দিনাজপুরের বীরগঞ্জে মোস্তফা আবরার রাগিব নামে সাড়ে ৩ বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার নিজপাড়া ইউনিয়নের কল্যাণী মাঝাপাড়া হুমায়ুনের বাড়ি সংলগ্ন আলহাজ আইন উদ্দিনের একটি কলাক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।

রাগিব একই গ্রামের মো. হাসান আলীর ছেলে।

নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে খেলতে বের হয় আবার রাগিব। পরে দুপুরে একই এলাকার মালেকা বেগম নামের এক বৃদ্ধা আইন উদ্দিনের কলাবাগান দিয়ে আসার পথে শিশুটিকে কাদা মাখা অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করেন। তার চিৎকারে এলাকার লোকজন গিয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, সুরতহাল শেষে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুর গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর