শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন

কচ্ছপ খেয়ে তিন জনের মৃত্যু, ৩২ জন হাসপাতালে ভর্তি

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত হয়েছে
ছবি: সংগৃহীত

ফিলিপাইনে সামুদ্রিক কচ্ছপ খেয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩২ জন। দেশটির মাগুইন্দানাও দেল নর্তে প্রদেশের সমুদ্র উপকূলীয় শহরের তেদুরি আদিবাসীর গোষ্ঠীর একাধিক ব্যক্তি জানান, গত সপ্তাহে রান্না করা সামুদ্রিক কচ্ছপ খাওয়ার পরই তারা ডায়েরিয়া, বমি এবং পেটের খিঁচুনিতে আক্রান্ত হন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসি

ফিলিপাইনের পরিবেশ আইন অনুযায়ী সামুদ্রিক কচ্ছপ শিকার করা এবং কেনা বেচা অবৈধ। তবে দেশটিতে এখনও কিছু গোষ্ঠীর মাঝে নির্দিষ্ট কিছু সামুদ্রিক প্রাণী খাওয়ার প্রচলন রয়েছে। এটা তাদের ঐতিহ্য।

তবে সামুদ্রিক কিছু কচ্ছপ রয়েছে যেগুলো রান্না করলে এর মধ্য দিয়েছে বিষাক্ত পদার্থ বের হয়। বিশেষ করে যেসব কচ্ছপ দূষিত শেওলা খেয়ে থাকে।

স্থানীয় কর্মকর্তা আইরিন ডিলো বিবিসিকে বলেন, ওই কচ্ছপের মাংস খাওয়ানোর কারণে কিছু কুকুর, বিড়াল এবং মুরগিও মারা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।

কচ্ছপটি ফিলিপাইনের জনপ্রিয় খাবার অ্যাডোবা হিসেবে রান্না করা হয়েছিল। যেখানে শাকসবজি এবং ভিনেগার ও সয়া সস ও মাংস থাকে।

স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, হাসপাতালে ভর্তিদের মধ্যে অধিকাংশকে চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। এদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। তাদেরকে স্থানীয় নিয়ম অনুযায়ী সমাহিত করা হবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর