রাজধানীর লালবাগ থানার খালিদ সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামকে ৩ দিন, চকবাজার থানার রাকিব হাওলাদার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে ৪ দিন এবং লালবাগ থানার খালিদ সাইফুল্লাহ হত্যা মামলায় ৩ দিনসহ মোট ৭ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়াও যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৩ দিন এবং যাত্রাবাড়ী থানার সাইদুর রহমান ইমরান হত্যা মামলায় সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজকে ২ দিনের পুলিশ রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৬ নভেম্বর) সকালে পুলিশ ও সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে এসব আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ।
একই সঙ্গে রাজধানীর বিভিন্ন থানার হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেকে সংসদ সদস্য সোলায়মান সেলিম, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনএসআইয়ের সাবেক পরিচালক মনিরুল ইসলাম, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ডিএমপির সাবেক ডিসি মশিউর রহমান, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।
রপর সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে পৃথক শুনানি শেষে এসব আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহমেদের আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। অপরদিকে আসামিপক্ষে মোরশেদ হোসেন শাহীন ও শ্রী প্রাণ নাথসহ কয়েক আইনজীবী শুনানিতে অংশ নেন।