শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০১:২০ পূর্বাহ্ন
সঠিক নেতৃত্ব মেনে ঐক্যবদ্ধভাবে জনকল্যাণে কাজ করতে হবে – শেখ হেলাল উদ্দীন এমপি মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বৃহস্পতিবার বিকেলে দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে শেখ হেলাল উদ্দীন এমপি বলেছেন, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, কে ভোট দিছে আর কে দেয় নাই এটা মনে রাখা যাবে না। উপজেলার সকল মানুষকে আপন করে ভাবতে হবে, কোনো বিরোধ করা যাবেনা। এসময় তিনি আরো বলেন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানা’র নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ থাকবেন। বিএনপি সরকারের আমলে কেমন ছিলেন এবং আওয়ামীলীগ সরকারের অধীনে কেমন আছেন এটা মাথায় রেখে সঠিক নেতৃত্ব মেনে চলতে হবে। শেখ হেলাল উদ্দীন আরও বলেন, এখন জনগণ শান্তিতে আছে আগামীতেও এধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে জনকল্যাণে কাজ করতে হবে। এর আগে শেখ হেলাল উদ্দীন এমপিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন একাধারে তৃতীয় বারের মতো নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মিল্টন ও মহিলা ভাইস-চেয়ারম্যান রিনা পারভিন। উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানার সার্বিক তত্ত্বাবধানে এ মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী সাধারণ সম্পাদক এডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন, আওয়ামীলীগ নেতা (অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব) এম ডি আল আমিন, সিকদার ওয়ালিদ হোসেন, ফিরোজুল ইসলাম, অধ্যক্ষ এল জাকির হোসেন, শহিদ মেহফুজ রচা, ইউপি চেয়ারম্যান এসএম সাইকুল আলম, শেখ রেজাউল কবির, সিকদার উজির আলী, মনোরঞ্জন পাল, মোঃ মিজানুর রহমান মোল্লা, মোঃ মনিরুজ্জামান মিয়া ও শেখ রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আবুল বাশার মোল্লা, আক্ক�
সি এন্ড এফ এজেন্টস এর বিরুদ্ধে সকল কালাকানুন আইন প্রত্যাহারের দাবিতে সমাবেশ করেন ঢাকা কাস্টমস এজেন্টস এসোসিয়েশন। মিলন চৌধুরী (নিজস্ব প্রতিবেদক) ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন (সিএন্ডএফ) এর উদ্যোগে ৩ জুলাই রোজ বৃহস্পতিবার সিএন্ডএফ ভবন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানমন্দর, কুর্মিটোলা, ঢাকা অফিসের সামনে দাবি আদায়ের লক্ষ্যে সি এন্ড এফ নেতৃবৃন্দ সমাবেশ করেন। ঢাকা কাস্টমস এজেন্টস এসোসিয়েশন এর সভাপতি মিজানুর রহমান এর সভাপতিত্বে সমাবেশে অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জনাব মোঃ ফারুক আলম ও সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ শরিফুল ইসলাম স্বপন সহ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে নেতৃবৃন্দ বলেন সিএন্ডএফ এজেন্টস এর বিরুদ্ধে সকল কালাকানুন আইন প্রত্যাহার করতে হবে, সি এন্ড এফ এজেন্টস কর্তৃক পূর্বের ন্যায় কুরিয়ার সার্ভিসের মালামাল খালাস পদ্ধতি বহাল রাখতে হবে, উল্লেখ্য যে সরকার কর্তৃক কাস্টমস আইন,২০২৩ এর ধারা ২৬৩, ধারা ৯৬ এর দফা (চ) এবং ধারা ২৪৩ এর উপ-ধারা (২) ১ এর উপ-ধারা (২) এ প্রদত্ত ক্ষমতাবলে এস, আর,ও, নং ২০৭-আইন/২০২৪/৫৯-কাস্টমস, তারিখ ২৯শে মে ২০১৪ খ্রিঃ মূলে এক্সপ্রেস সার্ভিস প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানিকৃত বা রপ্তানিতব্য পন্য ব্যবস্থাপনা ও খালাসের জন্য এক্সপ্রেস পদ্ধতির আওতাভুক্ত পণ্য চালান দ্রুত খালাসকরন বিধিমালা, ২০২৪ প্রণয়ন করা হয়। উক্ত বিধিমালা ৬ জুন ২০২৪ তারিখে কার্যকর হয়। ফলে উক্ত বিধিমালা বর্তমানে কার্যকর। সি এন্ড এফ অ্যাসোসিয়েশন এর নেতৃবৃন্দ উক্ত আইন সংশোধনী সহ তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য কর্মীদের নির্দেশনা দেন। বৃহস্পতিবার,৩ জুলাই, ২০২৪, ঢাকা।