কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানে হামলা চালিয়েছিল ভারত। হামলার জবাবে ভারতের ৫টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান। এ হামলা-পাল্টা হামলার পর পাকিস্তানে ভারতের কোনো পাইলট আটক রয়েছেন কিনা তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছিল। তবে এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে দেশটি।
সোমবার (১২ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী আজ নিশ্চিত করেছেন, আমাদের হাতে কোনো ভারতীয় পাইলট বন্দি নেই। তিনি বলেছেন, সাম্প্রতিক ভারতের বিরুদ্ধে চালানো পাল্টা হামলার পর সামাজিক মাধ্যমে ছড়ানো ‘ভারতীয় মহিলা পাইলট শিবাংগী সিঙ্গ দ্বারাভ’-এর বাজে গল্প সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটা মিথ্যা তথ্যের প্রচার।
প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েক দিন ধরে ভাইরাল হয়েছে একাধিক ভিডিও ও পোস্ট, যেখানে দাবি করা হচ্ছে, পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের সময় ভারতীয় এক নারী পাইলটকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তবে আইএসপিআর প্রধান সংবাদ সম্মেলনে স্পষ্ট করে জানিয়েছেন, এগুলো সম্পূর্ণ মিথ্যা খবর এবং প্রপাগান্ডা।
এক প্রশ্নের জবাবে আইএসপিআর ডিজি জানান, যদিও দুই দেশের সমঝোতায় আগ্রাসনবিরতি কার্যকর রয়েছে, পাকিস্তানী সশস্ত্র বাহিনী সর্বদা সতর্ক এবং কোনো ধরনের অগ্রহণের মুখে পাল্টা দিতে প্রস্তুত। তিনি আরও যোগ করেন, আমরা মাঠে বারবার আমাদের সক্ষমতা প্রমাণ করেছি।
উল্লেখ্য, গত ৭ মে বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ভারত পাকিস্তানের ৬টি এলাকায় ২৪টি বেসামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্রে হামলা চালায়। এসব হামলা পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর শারকিয়া, মুরিদকে, শিয়ালকোট, শকরগড় এবং পাকিস্তানশাসিত কাশ্মীরের কোটলি ও মুজাফফরাবাদে হয়।
পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, বাহাওয়ালপুরের আহমেদপুর পূর্বাঞ্চলে ১৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে দুই-তিন বছর বয়সী একটি শিশু মেয়ে, সাতজন নারী ও চারজন পুরুষ। আহতদের মধ্যে রয়েছেন ৯ নারী ও ২৮ পুরুষ।
এরপর পাকিস্তান দাবি করে, তাদের পাল্টা হামলায় ভারতের ৫টি যুদ্ধবিমান ও একটি যুদ্ধ ড্রোন ভূপাতিত হয়েছে। আইএসপিআরের ডিজি বলেন, শত্রুর আগ্রাসনের জবাবে প্রতিরক্ষামূলকভাবে আমরা ৩টি রাফায়েল জেট, একটি মিগ-২৯, একটি এসইউ বিমান এবং একটি হেরন যুদ্ধ ড্রোন গুলি করে ভূপাতিত করেছি।