শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলের উপ-সহকারী ভূমি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১৯৩ বার পঠিত হয়েছে

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলের উপ-সহকারী ভূমি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ !
মোঃ মজিবর রহমান শেখ,
কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে ২দিন অনুপস্থিত থাকায় কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পেয়েছেন ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড়-কাশিপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা আতাউর রহমান। রানীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা’র স্বাক্ষরিত নোটিশ তার বাড়িতে পাঠানো হয়।
গত বুধবার দেশের নানা জাতীয় প্রিন্ট ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশের পরদিন বৃহস্পতিবার রানীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা তাঁকে এই নোটিশ দেন। ঐ ঘটনার সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। শোকজ নোটিশে বলা হয়, ‘দৈনিক প্রিন্ট ও অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদে জানা গেছে, আপনি ধর্মগড়-কাশিপুর ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা আতাউর রহমান কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে গত বুধ ও বৃহস্পতিবার অনুপস্থিত ছিলেন। তাই আপনার বিরুদ্ধে সরকারি কর্মচারী বিধিমালা ২০০৯-এর ৩ ও ৪ নম্বর ধারা অনুযায়ী কেন ব্যবস্থা নেওয়া হবে না, চিঠি পাওয়ার তিন কর্ম-দিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হলো।’জানা গেছে, ধর্মগড়-কাশিপুর ইউনিয়ন ভূমি অফিসে দুজন উপসহকারী ভূমি কর্মকর্তা রয়েছেন। তাঁদের মধ্যে ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা রেজাউল করিম অসুস্থতার কারণে ১৫ দিনের ছুটি নিয়েছেন। কিন্তু গত বুধ ও বৃহস্পতিবার আতাউর রহমানও অফিসে যাননি। অফিস তালাবদ্ধ থাকায় অনেক সেবাগ্রহীতা সেবা না পেয়ে বাড়ি ফিরে গেছেন। সরকারি অফিস বিনা নোটিশে বন্ধ রাখায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। এ প্রসঙ্গে বক্তব্য জানতে ধর্মগড়-কাশিপুর ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা আতাউর রহমানের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। কেউ তাঁর ফোন ধরেননি। এ বিষয়ে জানতে চাইলে রানীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা বলেন, গত বৃহস্পতিবার ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা আতাউর রহমানকে শোকজ করা হয়েছে। ঐ নোটিশে আগামী তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
০১৭১৭৫৯০৪৪৪

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর