সোমবার, ১২ মে ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন

আ.লী/গ নি/ষি/দ্ধ হয় নাই, করতে হবে : রা/শেদ প্র/ধা/ন..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১১ মে, ২০২৫
  • ৬ বার পঠিত হয়েছে
রোববার (১১ মে) বিকেলে বিজয় নগর থেকে শুরু করে পল্টন-প্রেসক্লাব এলাকায় গণমিছিল করেছে জাগপা। ছবি : Max tv bd

আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই, করতে হবে দাবি করে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের ৫ তারিখ উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হয়েছিল বিচার শেষ না হওয়া পর্যন্ত দলীয় কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ। এখন চালাতে পারবেনার জায়গায় বলা হয়েছে নিষিদ্ধ। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দলীয় কার্যক্রম নয়, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

জাগপার মুখপাত্র বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিক দলকে শাস্তি দিতে পারার বিধানকে স্বাগত জানাই। কিন্তু সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচার যদি গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের মতো ঢিলেঢালা স্টাইলে হয় সেটা বাংলার মানুষ মেনে নেবে না। কথা বার্তা পরিষ্কার, দ্রুততম সময়ের মধ্যে শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার শুরু করুন, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচার শুরু করুন। হাজারো শহীদ পরিবার ও দেশের মানুষ বিচারের আশায় বসে আছে।

রোববার (১১ মে) বিকেলে বিজয় নগর থেকে শুরু করে পল্টন-প্রেসক্লাব এলাকায় জাগপার গণমিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনের উদ্দেশে রাশেদ প্রধান বলেন, রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশিত হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করুন এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করুন। দেশের রাজনীতি এবং জাতীয় নির্বাচনে দেশের মানুষ গণহত্যাকারী আওয়ামী লীগ এবং নৌকা প্রতীক দেখতে চায় না।

গণমিছিল শেষে আরও বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুর রহমান বাবলা, আরিফ হোসেন ফিরোজ, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন, আশরাফুল ইসলাম হাসু, প্রকাশনা সম্পাদক জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর জাগপার আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার, জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী, শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল, সাজু মিয়া, জনি নন্দী, মো. ডালিম প্রমুখ।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর