সারাদেশে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার ১২তম দিনে স্কুল এবং মাদ্রাসার ১২ হাজার ৯৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। এরমধ্যে স্কুলের শিক্ষার্থী ২ হাজার ৫০৯ জন এবং মাদ্রাসার শিক্ষার্থী ১০ হাজার ৪৮১ জন।
বুধবার (৭ মে) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর ড. খোন্দকার এহসানুল কবিরের সই করা একটি বিজ্ঞপ্তি থেকে এসব বিষয়ে জানা গেছে।
পরীক্ষাসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আজকের পরীক্ষায় ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর, ময়মনসিংহ এবং মাদ্রাসা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৪ লাখ ৪৬ হাজার ৭৬৭ জন।
এরমধ্যে ৯টি শিক্ষাবোর্ড হিসাববিজ্ঞান এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
প্রসঙ্গত, সারাদেশে ৯টি বোর্ডের অধীনে ২ হাজার ২৮২টি কেন্দ্রে, মাদ্রাসা বোর্ডের অধীনে ৭২৫টি কেন্দ্রে এবং ভোকেশনাল বা কারিগরি বোর্ডের অধীনে ৬৯৯টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। রুটিন অনুযায়ী আগামী ১৩ মে লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে।