হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে ফেরার পথে বাস-ট্রাকের সংঘর্ষের ঘটনায় ৭ শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার (০৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-দিনাজপুর মহাসড়কের সাতমাইল নামক এলাকায় ঘটনাটি ঘটে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা Max tv bd কে তথ্যটি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার (৫ মে) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টায় নুরানী পরিবহনের যাত্রীবাহী একটি বাস দিনাজপুর থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে যায়। বিপরীত দিকে দশমাইল হতে একটি ট্রাক দিনাজপুর শহরের দিকে আসছিল। ঢাকা-দিনাজপুর মহাসড়কের সাতমাইল নামক এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে মুখোমুখি ধাক্কা দিয়ে একটি গাছে গিয়ে আঘাত করে। এতে আনুমানিক ২০ জন যাত্রী আহত হন। যার মধ্যে ৭ জন ছিলেন ভর্তি পরীক্ষার্থী। পরে এলাকাবাসীর সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত ৭ শিক্ষার্থীর আংশিক পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কুড়িগ্রামের উলিপুরের বায়েজিদ, ঝিনাইদহের কালীগঞ্জের আদিবুন সাদ, সিরাজগঞ্জের ইসলামীয়া সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী হানজালা সরকার (আইসিইউতে ভর্তি), রংপুরের মহিপুরের মাসফি, জলঢাকা কৌমড়ী ইউনিয়নের পিংকি ও আরেকজন নারী শিক্ষার্থী যার পরিচয় এখনও জানা যায়নি।
দুর্ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা বলেন, দুর্ঘটনার খবর জানার সঙ্গে সঙ্গে আমি হাসপাতালে গিয়েছি এবং আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিয়েছি। সেই সঙ্গে হানজালা সরকার নামে এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়। আমি আইসিইউতে ঢুকেছিলাম এবং তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের জন্য দায়িত্বরত চিকিৎসককে অনুরোধ জানিয়েছি। উনি আমাকে আশ্বস্ত করেছেন। ইতোমধ্যে যাদের হালকা ইনজুরি হয়েছিল তারা চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।