সোমবার, ০৫ মে ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন

আ/মিরা/ত থে/কে ক/ফি/নে ফি/রলে/ন ম/নির..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ৪ মে, ২০২৫
  • ৭ বার পঠিত হয়েছে
লাশ গ্রহণ করেন পরিবারের সদস্যরা, ইনসেটে মোহাম্মদ মনির হোসেন। ছবি : Max tv bd

একটু উন্নত জীবনের আশায় সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান পটুয়াখালীর দুমকি উপজেলার দুমকি গ্রামের মোহাম্মদ মনির হোসেন। গিয়েছিলেন বাবা, মা, স্ত্রী ও সন্তান রেখে। আশা ছিল- আমিরাতে গিয়ে ভাগ্য ফেরাবেন। ফেরাবেন পরিবারের সুখ-শান্তি, শেষ করবেন অস্বচ্ছলতা। কিন্তু সেই আশা ভেস্তে গেল এক দুর্ঘটনায়। লাশ হয়ে ফিরলেন এই প্রবাসী।

রোববার (৪ মে) সকাল ৯টায় মৃত্যুর ২ মাস পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা বিএস ৩৪২ এয়ারলাইনসের একটি বিমানে মোহাম্মদ মনির হোসেন লাশ হয়ে ফেরেন দেশে।

লাশটি এয়ারপোর্টে পৌঁছানোর পর স্ত্রী-সন্তানসহ আত্মীয়-স্বজনদের কান্নায় গোটা এলাকার আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। পরিবারের পক্ষে মনিরের চাচা শ্বশুর, বন্ধু এবং স্ত্রী লাশ গ্রহণ করে বাড়ি নিয়ে যান।

নিহত মনির শ্রীরামপুর ইউনিয়নের দুমকি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। নিহত মনিরের তিন মেয়ে সন্তান রয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।

পরিবার সূত্র জানায়, ১৫ মাস আগে সংযুক্ত আরব আমিরাতে যান মনির। গত দুই রমজান আমিরাতে কাজ করার সময় এক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন পরিবার।

মনিরের লাশ এয়ারপোর্টে পৌঁছালে তার স্ত্রী কান্না করতে করতে আক্ষেপের সঙ্গে বলেন, তোমার কি লাশ হয়ে আমার কাজে ফেরার কথা ছিল? এমন তো কথা ছিল না। তোমাকে ছাড়া এতিম মেয়েদের নিয়ে আমি কীভাবে একা থাকবো। তোমাকে তো কয়েক মাস আগে এখানেই ভালো মানুষ বিদায় দিয়েছিলাম, এখন কেন কফিনে করে দেশে আসলে? মনিরের স্ত্রীর কান্নায় আশেপাশে থাকা সবাই কান্নায় ভেঙে পড়েন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর