বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন

শ্রম/জী/বী মানু/ষের ওপর নির্যা/তন বন্ধে/র দাবি..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৫ বার পঠিত হয়েছে
শ্রমজীবী মানুষের অধিকার আদায় ও নির্যাতন নিপীড়ন বন্ধের দাবি জানিয়ে র‌্যালি করছেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা। ছবি : Max tv bd

শ্রমজীবী মানুষের অধিকার আদায় ও নির্যাতন নিপীড়ন বন্ধের দাবি জানিয়ে সাতক্ষীরায় র‍্যালি ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা।

বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৮টায় শহরের তুফান মোড় থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়ের আছিফ চত্বরে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জামায়াতের নায়েবে আমির ও শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি শেখ নূরুল হুদা, বর্তমান সভাপতি গাজী সুজায়েত আলী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুকসহ শ্রমিক নেতারা। র‍্যালি পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, ফিরোজ আওয়াল, আবু হুরায়রা, আয়ুব হোসেন, ইকবল হোসেন, আক্তারুল ইসলাম, বনি আমিন, লুতফর রহমান, মেহেরুল্লাহ প্রমুখ।

র‍্যালির পূর্ব সমাবেশে বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের ওপর চলা নির্যাতন নিপীড়ন বন্ধ করতে হবে। তাদের পাওনা নিশ্চিত করতে হবে। পরিবহন সেক্টরে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ সকল হয়রানিমূলক নির্যাতন বন্ধ করতে হবে। শ্রমজীবী মানুষের আত্মত্যাগকে সম্মান দেখাতে হবে।

শ্রমিকরা বলেন, এ দিনে আমরা প্রেরণা গ্রহণ করতে করি। আগামী দিনে শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে শিকাগোর সংগ্রামের মতো ঐক্যবদ্ধ হতে হবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর