দিনাজপুরের বিরামপুরে শাশুড়ি বুলি বেগমকে পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলায় নিহতের মেয়ের জামাই মেহেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার জোতবানী ইউনিয়নের কেটরা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নিহত বুলি বেগম (৬০) পৌর শহরের পূর্বপাড়া গ্রামের আফজাল হোসেনের স্ত্রী। অভিযুক্ত মেহেদুল ইসলাম একই এলাকার আজিবর মণ্ডলের ছেলে। বিরামপুর থানার পুলিশ পরিদর্শক মমতাজুল হক Max tv bdকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় অটোরিকশাচালক মেহেদুল ইসলাম তার খালা শাশুড়ির ছেলের অটোরিকশা ভাড়ায় চালাতেন। অটোরিকশাটি নষ্ট করে ফেলায় নতুন চালক নেওয়ার উদ্যোগ নিলে মেহেদুলের সঙ্গে শাশুড়ির কথা কাটাকাটি হয়। পাশাপাশি, মাদকসেবনের টাকার বিষয়েও তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ক্ষুব্ধ হয়ে মেহেদুল ইসলাম শাশুড়ির গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন।
উল্লেখ্য, গত ২ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে বিরামপুর পৌরশহরের ৫ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া গ্রামে প্রকাশ্যে নিজের শাশুড়ি বুলি বেগমের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন মেহেদুল ইসলাম। বুলির আর্তচিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। তারা তার দগ্ধ শরীরের আগুন নেভিয়ে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ৯ এপ্রিল মারা যান তিনি।