মোঃ মজিবর রহমান শেখ,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এতিমদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ শেষে ব্যতিক্রমী এ উদ্যোগের আয়োজন করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা, আমৃত্যু সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জননেতা মরহুম খাদেমুল ইসলামের দ্বিতীয় ছেলে মোঃ সাহেদুল ইসলাম সাহেদ। ১৫ আগষ্ট মঙ্গলবার দুপুরে পৌর এলাকার মুন্সিপাড়া গোরস্থান নূরানী হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসায় দোয়া মাহফিলে বঙ্গবন্ধুর শৈশব, শিশুদের সঙ্গে তাঁর সম্পর্ক, ধর্ম পালন ও ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠায় স্বাধীনতার মহান এই স্থপতির অবদান তুলে ধরে মোঃ সাহেদুল ইসলাম বলেন, ১৫ আগস্টে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু সহ সকল শহীদদের প্রতি আমি রুহের মাগফেরাত কামনা করি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরে দেশের উন্নয়ন আমাদের মাঝে আজ উজ্জ্বল দৃষ্টান্ত। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন এবং এই উন্নয়ন অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি। বক্তব্য শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ ১৫ আগস্টের শোকাবহ কালোরাত্রিতে শাহাদত বরণকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে এতিমখানার প্রায় ১০০ জন শিশুর মাঝে খাবার পরিবেশন করেন মোঃ সাহেদুল ইসলাম।
মোঃ মজিবর রহমান শেখ
০১৭১৭৫৯০৪৪৪