শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন

প্রবাসে গিয়ে ২৬ দিনের মাথায় লাশ হলেন মিনহাজ..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৯ বার পঠিত হয়েছে
নিহত মো. মিনহাজ আলী। ছবি : Max tv bd

বেকারত্ব দূর ও পরিবারের সচ্ছলতা আনতে সৌদি আরবে গিয়ে ২৬ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জামালপুর জেলার মাদারগঞ্জের মো. মিনহাজ আলী। বুধবার (১৬ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে দেশটির আবহা শহরে এ দুর্ঘটনা ঘটে।

মিনহাজ আলী জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ২ নম্বর কড়ইচড়া ইউনিয়নের চর গুজামানিকা এলাকার মো. নজরুল ইসলামের একমাত্র ছেলে।

মিনহাজের ভগ্নিপতি যুবদল নেতা এস এইচ তপন Max tv bdকে বলেন, বেকারত্ব দূর ও পরিবারের সচ্ছলতা আনতে ২৬ দিন আগে সৌদি আরব পাড়ি জামান মিনহাজ। সেখানে গিয়ে তিনি আবহা শহরে সড়ক পরিছন্নতাকর্মীর কাজ শুরু শুরু করেন। প্রতিদিনের ন্যায় বুধবার সৌদি আরব সময় সকাল সাড়ে ৭টার দিকে মিনহাজকে তাদের কোম্পানির গাড়ি তাকে কাজের স্থানে পৌঁছে দেন। এ সময় সড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। বর্তমানে তার লাশ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কড়ইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাচ্চু বলেন, মিনহাজ আমার পাশের গ্রামের বাসিন্দা। বেকারত্ব দূর ও পরিবারের সচ্ছলতা আনতে কিছুদিন আগে সৌদি আরব যায় সে। কবিরের মরদেহ দেশে আনতে যদি আমাদের সহযোগিতার প্রয়োজন হয় তাহলে করা হবে। এদিকে মিনহাজ এর অকাল মৃত্যুতে শোকাহত তার পরিবার ও স্বজনরা।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর