বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘বাংলা নববর্ষ ১৪৩২’ উদযাপিত..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৬ বার পঠিত হয়েছে
ঢাকার গুলশানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন। সৌজন্য ছবি

বাংলা নতুন বছর উদযাপনে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আজ ছিল বাংলা নববর্ষ ১৪৩২ এর বর্ণিল আয়োজন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে মঙ্গলবার (১৫ এপ্রিল) গুলশানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির রুফটপ নানা আয়োজনে মুখরিত ছিল। দিনব্যাপী অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনে বৈশাখী উন্মাদনায় মেতে ওঠেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা। আয়োজনজুড়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা বাংলা লোকজ গান কবিতা এবং নাচ পরিবেশন করেন।

অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে উদ্বোধন করা হয় ‘শুভ নববর্ষ ১৪৩২’। এরপর দলীয় নৃত্য পরিবেশনের মাধ্যমে শুরু হয় বর্ষবরণের আয়োজন। এর আগে পূর্বে অনুষ্ঠিত ‘ভিডিও কনটেস্ট’ এবং ‘ফটো কনটেস্ট’-এ বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসিডেন্স ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ারস অ্যান্ড এডমিন ডিরেক্টর আফরোজা হেলেন, স্কুল অব ‘ল’-এর ডিন প্রফেসর মো. আজহারুল ইসলাম, স্কুল অব ইঞ্জিনিয়ারিং ডিন প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম খান, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর মো. আবুল কালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য ড. মো. আব্দুল মান্নান চৌধুরী।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন এডমিশন ও পাবলিক রিলেশন্স (পিআর) ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর অ্যান্ড হেড মো. জাহিদ হাসান এবং অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ কলি আখতার জয়া।

প্রেসিডেন্স ইউনিভার্সিটির বর্ষবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীরা স্টল দিয়েছেন। এসব স্টলে শিক্ষার্থীরা বাঙালিয়ানা নানা আয়োজন এবং খাবার পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক ও কর্মকর্তারা এসব স্টল ঘুরে দেখেন।

দিনব্যাপী এ আয়োজনের দ্বিতীয় পর্বে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে চলে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। এতে শিক্ষার্থীরা বিভিন্ন গান, কবিতা এবং নৃত্য পরিবেশনা করেন। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা মেতে ওঠেন বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর