শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন

সোহরাওয়ার্দী ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৯ বার পঠিত হয়েছে
আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার (১২ এপ্রিল) সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকায় মানুষ জড়ো হতে শুরু করেছে। এ কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। মাঠপর্যায়ে পুলিশের অতিরিক্ত সদস্যরা কাজ করছেন।

এদিন সরেজমিনে দেখা যায়, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর, মৎস্য ভবন ও বাংলামোটর এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে আসা ব্যক্তিদের তল্লাশি করে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, নিরাপত্তার অংশ হিসেবে সিসি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। মাঠে রয়েছে ডিবি ও র‌্যাব সদস্যরাও। কর্মসূচি ঘিরে সাদা পোশাকে পুলিশের একাধিক দল গোয়েন্দা নজরদারি চালাচ্ছে।এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, একটি বড় জমায়েত অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। সে লক্ষ্যে আমরা প্রস্তুতি নিয়েছি এবং মাঠপর্যায়ে কাজ করছি। এ ছাড়া ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণেও ট্রাফিক পুলিশ সদস্যরা সক্রিয় রয়েছে। অন্যদিকে কর্মসূচি ঘিরে সকল বিষয়ে মাথায় রেখে আমাদের কার্যক্রম চলছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর