শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:২২ অপরাহ্ন

রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ বাছাই শুরু বাংলাদেশের..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১১ বার পঠিত হয়েছে
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

নিখুঁত পরিকল্পনা, দুর্দান্ত ব্যাটিং, আর বিধ্বংসী বোলিং—সব মিলিয়ে একরাশ আত্মবিশ্বাস নিয়ে আইসিসি নারী বিশ্বকাপ কোয়ালিফায়ারে নিজেদের প্রথম ম্যাচে রেকর্ড গড়া জয় তুলে নিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রতিপক্ষ থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়ে গড়ল নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের কীর্তি (রানের ব্যবধানে)।

আগের সর্বোচ্চ ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে ১৫৪ রানের জয়। এবার সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক ছুঁইল টাইগ্রেসরা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা একটু ধীর হলেও, ধাপে ধাপে রানের পাহাড় গড়ে বাংলাদেশ। ওপেনার ইশমা তানজিম (৮) দ্রুত ফিরে গেলেও ফারজানা হক (৫৩) ও শারমিন আখতার (৯৪*) গড়েন মূল্যবান জুটি। এরপর ঝড় তোলেন অধিনায়ক নিগার সুলতানা—মাত্র ৮০ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস, ১৫টি চার ও ১টি ছক্কায়।

শারমিন আখতার ছিলেন ম্যাচের নির্ভরতার প্রতীক। শুরু থেকে শেষ পর্যন্ত ক্রিজে থেকে ৯৪ রানে অপরাজিত থাকেন, আর নিগার-শারমিনের ১৫০ রানের জুটিতেই স্কোরবোর্ডে উঠেছিল ২৭১ রান।

থাইল্যান্ডের জবাব ছিল প্রায় অনুপস্থিত। ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌসের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি তারা। ফাহিমা ৮.৫ ওভারে ৫ উইকেট, জান্নাতুল ৫ ওভারে মাত্র ৭ রান দিয়ে তুলে নেন সমানসংখ্যক উইকেট।

থাইল্যান্ড গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে—২৮.৫ ওভারে।

বড় এই জয়ের পর কোয়ালিফায়ারে এক ধাপ এগিয়ে গেল টাইগ্রেসরা, আর প্রতিপক্ষদের জন্য রেখে দিল এক সুস্পষ্ট বার্তা—এই দল শুধু অংশ নিতে আসেনি।

ম্যাচসারাংশ

বাংলাদেশ নারী দল : ২৭১/৩ (নিগার ১০১, শারমিন ৯৪*)

থাইল্যান্ড নারী দল : ৯৩ অলআউট (ফাহিমা ৫/২১, জান্নাতুল ৫/৭)

ফল : বাংলাদেশ জয়ী ১৭৮ রানে

রেকর্ড : রানের ব্যবধানে বাংলাদেশের নারীদের ইতিহাসে সবচেয়ে বড় জয়

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর