শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস শিক্ষার্থীদের বিক্ষোভ..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১২ বার পঠিত হয়েছে
ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে বিইউএইচএস শিক্ষার্থীদের প্রতিবাদ র‌্যালি । ছবি : Max tv bd

বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের শিক্ষার্থীরা গাজা সহ ফিলিস্তিনের বিভিন্ন স্থানে ইসরায়েলের বর্বরোচিত গণহত্যর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

সোমবার (৭ এপ্রিল) সকালে শিক্ষার্থীরা ফিলিস্তিনের পতাকা নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জমায়েত হয় এবং দুপুর ১২টায় র‌্যালি বের করে।

বিইউএইচএস হতে দারুস সালাম রোড ও টেকনিক্যাল মোড় হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ভবনে এসে র‌্যালি শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা উক্ত কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে র‌্যালিতে অংশ গ্রহণ করে। ছাত্ররা ‘প্যালেস্টাইন উইল বি ফ্রি, ফ্রম দা রিভার টু দা সি’ লেখা ব্যানার বহন করে এবং ‘চিলড্রেন ডাই, ক্যান ইউ হিয়ার? জাসটিস নাউ, মেইক ইট ক্লিয়ার’ ও ‘স্টপ জেনোসাইড ইন গাজা’-সহ বিভিন্ন লিখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করে ও স্লোগান দেয়।

এরপর ক্যাম্পাসে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের অ্যালায়েড হেলথ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ডা. প্রদীপ কুমার সেন গুপ্ত, অকুপেশনাল অ্যান্ড এনভাইরনমেন্টাল হেলথ বিভাগের প্রধান অধ্যাপক ডা. মাহমুদ হাসান ফারুকী, এপিডেমিয়োলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. মজিবুর রহমান ও প্রক্টর ডা. নাসরীন নাহার সমাবেশে বক্তব্য রাখেন। বক্তারা গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর পাশবিক হত্যাকান্ড, নির্যাতন ও বর্বর হামলার তীব্র নিন্দা জানান। তারা নিরীহ ফিলিস্তিনবাসীর পাশে দাঁড়ানোর জন্য বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান এবং স্বাধীন ফিলিস্তিন দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচি পালনের অংশ হিসেবে বিইউএইচএস-এর শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর