শুক্রবার, ০২ মে ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন

মুসলিম সেনাদের সঙ্গে জেলেনস্কির ইফতার..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২৪ বার পঠিত হয়েছে
ইফতার অনুষ্ঠানে জেলেনস্কি। ছবি : সংগৃহীত

মুসলিম সেনাদের সঙ্গে ইফতার করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি। গত সপ্তাহে রাজধানী কিয়েভে ছিল এই আয়োজন।

জেলেনস্কি মুসলিম নারী ও পুরুষ সেনাদের সঙ্গে এক টেবিলে বসে ইফতার করেন। এর আগে সবার উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, পবিত্র রমজান মাসে একটি মুসলিম দেশেই অর্থাৎ সৌদি আরবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রমজান মাসেই শান্তি প্রতিষ্ঠায় অন্যান্য কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ইউক্রেনের অর্থোডক্স সাংবাদিকদের ইউনিয়ন এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে। তারা তাদের ওয়েবসাইটে জেলেনস্কির ইফতার করার মুহূর্তের ছবি প্রকাশ করে।

এ সময় জেলেনস্কি দ্রুত যুদ্ধ বন্ধ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত বৈঠক ‘ফলপ্রসূ’ হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। পাশাপাশি এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলবে বলেও জানিয়েছে মস্কো।

গত সোমবার (২৪ মার্চ) সৌদি আরবের রিয়াদে আলোচনায় বসেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। বৈঠকে রাশিয়ার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত ফেডারেশন কাউন্সিল কমিটির প্রধান গ্রিগোরি কারাসিন রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তিনি রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম তাসকে বলেন, তারা মোটামুটি সব কিছু নিয়েই কথা বলেছেন। বিস্তৃত ও গভীর আলোচনা হয়েছে। যা রাশিয়া ও যুক্তরাষ্ট্রের জন্য গঠনমূলক। এই আলোচনার পর পরই যুক্তরাষ্ট্র ও রাশিয়া কৃষ্ণসাগরে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে সম্মত হয়েছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর