মুসলিম সেনাদের সঙ্গে ইফতার করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি। গত সপ্তাহে রাজধানী কিয়েভে ছিল এই আয়োজন।
জেলেনস্কি মুসলিম নারী ও পুরুষ সেনাদের সঙ্গে এক টেবিলে বসে ইফতার করেন। এর আগে সবার উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, পবিত্র রমজান মাসে একটি মুসলিম দেশেই অর্থাৎ সৌদি আরবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রমজান মাসেই শান্তি প্রতিষ্ঠায় অন্যান্য কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ইউক্রেনের অর্থোডক্স সাংবাদিকদের ইউনিয়ন এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে। তারা তাদের ওয়েবসাইটে জেলেনস্কির ইফতার করার মুহূর্তের ছবি প্রকাশ করে।
এ সময় জেলেনস্কি দ্রুত যুদ্ধ বন্ধ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত বৈঠক ‘ফলপ্রসূ’ হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। পাশাপাশি এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলবে বলেও জানিয়েছে মস্কো।