শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন

সরকারি কর্মচারীদের কাজ সাড়ে ৪ ঘণ্টা কমাল ভেনিজুয়েলা..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৪ বার পঠিত হয়েছে
সোমবার থেকে দেশটিতে সরকারি খাতের কর্মঘণ্টা সাড়ে চার ঘণ্টা করে কমিয়ে আনার ঘোষণা দেয়া হয়েছে। ছবি : সংগৃহীত

ভেনিজুয়েলা সরকারের খরার কারণে উৎপাদন কমে যাওয়ায় বিদ্যুৎ সাশ্রয়ের পদক্ষেপ হিসেবে রোববার সরকারি কর্মচারীদের সপ্তাহে মাত্র তিন অর্ধদিবস কাজ করার নির্দেশ দিয়েছে।

পানির স্তর নেমে গিয়ে জলবিদ্যুৎ উৎপাদন হুমকির মুখে পড়ায় এই পদক্ষেপ নেয়া হয়েছে। আজ সোমবার থেকে সরকারি খাতের কর্মঘণ্টা সাড়ে চার ঘণ্টা করে কমিয়ে আনার ঘোষণা দেয়া হয়েছে। নাগরিকদের তাদের বাড়িতেও বিদ্যুৎ সাশ্রয় করার আহ্বান জানানো হয়েছে।

ভেনিজুয়েলায় অধিকাংশ বিদ্যুৎ জলবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত হয়। গত ১৫ বছর ধরে অভ্যন্তরীণ রাজ্যগুলোয় বিদ্যুৎ রেশনিং নিয়মিত ছিল। ২০১৯ সাল থেকে দেশটিতে ঘন ঘন দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়, যার জন্য সরকার নাশকতাকে দায়ী করেছে।

এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির কারণে জলবায়ু জরুরি অবস্থা সৃষ্টি হওয়ায় আমরা একটি জলবায়ুগত সমস্যার মুখোমুখি হচ্ছি।’

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর