শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন

বাসের ধাক্কায় অটোচালকসহ নিহত ২..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৭ বার পঠিত হয়েছে
বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা। ছবি : Max tv bd

টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

রোববার (২৩ মার্চ) সকাল ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনাসেতু মহাসড়কের পাথাইলকান্দি ২ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার এলেঙ্গা পৌরসভার ভাবলা গ্রামের ছাকু মন্ডলের ছেলে অটোরিকশাচালক হাসেন আলী (৫৫), একই এলাকার মো. লালমিয়ার ছেলে সবুজ (১৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা ভাবলা গ্রামের দিকে যাচ্চিল। অটোরিকশাটি যমুনা সেতু মহাসড়কে উঠলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি বাস ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোচালক হাসেন আলী মারা যান। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সবুজ মারা যায়।

যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, আইনিপ্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করার চেষ্টা চলছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর