শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন

গাজায় মৃত্যুর মিছিল থামছে না, আরও ৩৪ মৃত্যু..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৯ বার পঠিত হয়েছে
গত ২৪ ঘণ্টায় চালানো হামলায় পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ফলে প্রতিদিনই লাশের সারি দীর্ঘ হচ্ছে। শনিবার (২২ মার্চ) ভোর থেকে নতুন করে চালানো হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছে, যার মধ্যে ৫ জন শিশু রয়েছে। খবর আলজাজিরার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান যুদ্ধের ফলে এখন পর্যন্ত ৪৯ হাজার ৭৪৭ জন ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ১৩ হাজার ২১৩ জন আহত হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজারো মানুষের সন্ধান পাওয়া যাচ্ছে না, ফলে মোট মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে যেতে পারে।

গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর হামলা সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে। সেখানে একের পর এক ভবন গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, যার ফলে বাসিন্দারা আর নিরাপদ আশ্রয় খুঁজে পাচ্ছে না। হাসপাতালগুলোতে চাপ তীব্র আকার ধারণ করেছে, চিকিৎসা সরঞ্জামের সংকট তীব্র হয়েছে এবং আহতদের চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়েছে।

গাজার বিভিন্ন এলাকায় পানীয় জল ও খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা বারবার মানবিক সহায়তার প্রয়োজনীয়তার কথা বললেও ইসরায়েলি অবরোধ ও হামলার কারণে ত্রাণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠনগুলো গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানালেও এখনো যুদ্ধবিরতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা থমকে গেছে, আর ইসরায়েল হামলা চালিয়ে যাওয়ার নীতি বজায় রেখেছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর