রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন

শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত ৬..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৪ বার পঠিত হয়েছে
আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি : Max tv bd

শেরপুর সদরে অটোরিকশা ও এক্সকাভেটর বহনকারী লোভেট ট্রাকের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। আশঙ্কাজনক একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সদরের বাজিতখিলার বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শেরপুর সদর থানার ওসি জুবায়দুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন, ঝিনাইগাতী উপজেলার তেতুলতলা এলাকার সুলতান মিয়ার ছেলে মানিক মিয়া, একই এলাকার সহিজ উদ্দিনের ছেলে মুসলিম মিয়া, উপজেলার হলদিগ্রাম এলাকার অটোরিকশার চালক আলাউদ্দিন, শেরপুর পৌরসভার পশ্চিম শেরীপাড়ার জহুরুল হকের ছেলে আমিনুল ইসলাম, খড়িয়াকাজিরচর ইউনিয়নের লংগরপাড়া গ্রামের ফজল মিয়ার সুলতান মিয়া ও একই উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কুরুয়া এলাকার মুসলিম উদ্দিনের ছেলে মঞ্জিল মিয়া।

স্থানীয়রা ও আহতের স্বজনরা জানায়, রাত সাড়ে নয়টার দিকে ঝিনাইগাতীগামী লোভেট ট্রাকটি একটি বাসকে সাইড দেওয়ার সময় শেরপুরগামী অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চাপা পড়েন অটোরিকশা চালকসহ যাত্রীরা। পরে এলাকাবাসী চিৎকার শুনে তাদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠাই। এ সময় একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেরপুর সদর থানার ওসি জুবায়দুল আলম বলেন, এখনও কারো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। সদর হাসপাতালে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আর গুরুতর একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর