রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন

‘ক্ষমতায় গেলে গুমের শিকার নেতাদের খুঁজে বের করবে বিএনপি’

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৪ বার পঠিত হয়েছে
দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা। ছবি : Max tv bd

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে অবশ্যই গুমের শিকার নেতাদের খুঁজে বের করা হবে।

বুধবার (১৯ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তাহসিনা রুশদীর লুনা বলেন, গণমানুষের নেতা এম. ইলিয়াস আলীসহ সকল গুমকৃত নেতাদের ফেরত চেয়ে বর্তমান সরকারের কাছে আমরা আবেদন করেছিলাম। কিন্তু এ সরকারের কাছ থেকে আমরা এ ব্যাপারে সুস্পষ্ট কোনো বক্তব্য পাইনি। আমরা আশবাদী গুমকৃতদের ফিরিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ গুরুত্ব দেবেন এবং তাদের অবস্থা সুস্পষ্ট করবেন।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে দেশটি নষ্ট হয়ে পড়েছে। যারা ক্ষমতায় ছিল, তারা উন্নয়নের একটি মেরামতের কাজও করতে পারেনি। তারা জনগণের কথা চিন্তা না করে নিজেরা লুটপাটে ব্যস্ত ছিল। লুটপাট করে তার অর্থপাচার করে দেশকে একটি বিধ্বস্ত অবস্থার মধ্যে নিয়ে গেছে। সেই থেকে উত্তরণ পেতে হলে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দরকার।

দেওকলস ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম আহমদ মারুফের সভাপতিত্বে এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক ঝলক আর্চায্য, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ও সাংগঠনিক সম্পাদক জাকারিয়া শিকদার। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মবশির আলী, জেলা ওলামা দলের আহ্বায়ক নূরুল হক।

বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ছোট মিয়া ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাকির হোসেন। ইফতার মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীকে ফেরত পাওয়ার জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর