রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন

বগুড়ার সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২৫৯ বার পঠিত হয়েছে
যান চলাচল বন্ধ থাকায় বগুড়া থেকে কোনো বাস ছেড়ে যায়নি। ছবি : সংগৃহীত

বগুড়ার সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ রয়েছে। দুই নেতাকে ছুরিকাঘাতের ঘটনাকে কেন্দ্র করে যান চলাচল বন্ধ রেখেছে মোটরস ইউনিক ইউনিয়ন। বুধবার (১৯ মার্চ) সকাল ৯টা থেকে দূরপাল্লার যান চলাচল বন্ধ রেখেছে সংগঠনটি।

সকাল থেকে বগুড়ার জিরো পয়েন্ট, সাতমাথা, চারমাথা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড ও ঠনঠনিয়া অবস্থিত ঢাকা বাসস্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে যায়নি।

এর আগে মঙ্গলবার (১৯ মার্চ) বিকেল ৫টার দিকে শহরের স্টেশন রোডে মিতালী পাম্পের সামনে দুই মোটর শ্রমিক নেতাকে মারধর করে আহত করা হয়। তারা হলেন- বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এবং নির্বাহী সদস্য হযরত আলী।

জানা গেছে, মিতালী পাম্পের সামনে নারিকেল ব্যবসায়ীদের দোকান রয়েছে। এসব দোকানের সামনে সিএনজিচালিত অটোরিকশার চালকরা তাদের অটোরিকশা স্ট্যান্ড করে যাত্রী ওঠানো-নামানো করেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে শহরের স্টেশন রোডে মিতালী পাম্প এলাকায় নারিকেল ব্যবসায়ীদের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা চালকদের বাকবিতণ্ডা হয়। এ সময় তাদের থামাতে গেলে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এবং ইউনিয়নের সদস্য হযরত আলী ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর