রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন

হত্যাচেষ্টা মামলায় কারাগারে ব্যবসায়ী লিপি ভরসা..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৫ বার পঠিত হয়েছে
গ্রেপ্তার ব্যবসায়ী লিপি খান ভরসা। ছবি : Max tv bd

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ব্যবসায়ী লিপি খান ভরসার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক মো. সোয়েবুর রহমান এ আদেশ দেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মাইক্রোবাসযোগে তাকে রংপুরের আদালতে আনা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মামুনুর রশিদ মামুনের করা হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

লিপি খান ভরসা সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন কিনেছিলেন।

আদালতে তোলার সময় লিপি খান কান্নায় ভেঙে পড়েন। এ সময় তিনি বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তার স্বামীর সৎ ভাই কামরুল ভরসা তাকে ৫ বছর থেকে যৌন নির্যাতন করছেন। তিনি ও উপকমিশনার শিবলী কায়সার মিলে তার কাছে ব্ল্যাকমেইলিং করে চাঁদা আদায় করে আসছিলেন। তাদের সঙ্গে ব্যবসায়ী অমিত বণিক ও হামিম নামে আরেকজন জড়িত।

আসামিপক্ষের আইনজীবী রাতুজ্জামান রাতুল বলেন, আসামির পক্ষে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তাকে পারিবারিক ও সামাজিকভাবে হেয় করতে এ মামলায় ফাঁসানো হয়েছে।

এর আগে মহানগর পুলিশের সাবেক উপকমিশনার মোহাম্মদ শিবলী কায়সারের বিরুদ্ধে ১০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ তুলেছিলেন তিনি। তার দাবি গত ১৩ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় আসামি হন তিনি। এ মামলা থেকে নাম বাদ দিয়ে তাকে সুরক্ষা দিতে মেট্রোপলিটন চেম্বারের পরিচালক অমিত বণিকের মাধ্যমে তার কাছে ১০ লাখ টাকা ঘুষ চান উপকমিশনার শিবলী কায়সার। এ ঘটনায় গত ১১ মার্চ শিবলী কায়সারের বিরুদ্ধে পুলিশ সদর দপ্তর, মহানগর পুলিশ কমিশনার ও সেনাবাহিনীর কাছে লিপি খান লিখিত অভিযোগ করেন।

গত বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করতে লিপি খান ভরসা তার ম্যানেজার পলাশ হাসানকে কোতোয়ালি থানায় পাঠান। এ সময় শিবলী কায়সার মামলার বাদী ম্যানেজার পলাশকে থানার ভেতরেই বেধড়ক পেটান। একপর্যায়ে তাকে গুলি করতে সহকর্মীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করেন। এ ঘটনায় শনিবার দুপুরে তাকে প্রত্যাহার করে পুলিশ সদরদপ্তরে ফেরানো হয়েছে।

মহানগর কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি লিপি খান ভরসাকে রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে আইনি প্রক্রিয়া শেষে তাকে রংপুরে এনে আদালতে তোলা হলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর