রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন

বগুড়ায় এবার সর্বনিম্ন ফিতরা কত..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১০৫ বার পঠিত হয়েছে
জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১০০ টাকা ও সর্বোচ্চ দুই হাজার ৮০৫ টাকা। ছবি : সংগৃহীত

বগুড়ায় এবার জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১০০ টাকা ও সর্বোচ্চ দুই হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আটা ও গমের দাম হিসেবে এই ফিতরা নির্ধারণ করা হয়।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে কেন্দ্রীয় বড় মসজিদে অনুষ্ঠিত বগুড়ায় ফিতরা নির্ধারণ নিয়ে বগুড়া জেলা ইমাম-মুয়াজ্জিন সমিতির এক সভায় ফিতরার এই হার নির্ধারণ করা হয়।

জানা যায়, জনপ্রতি ১শ টাকা, যবের দাম অনুযায়ী ৫৩০ টাকা, খেজুরের দাম অনুযায়ী ২ হাজার ৩শ টাকা, কিশমিশের দাম অনুযায়ী এক হাজার ৯৮০ টাকা এবং পনিরের দাম অনুযায়ী দুই হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নিজ নিজ সামর্থ্য অনুযায়ী মানুষ এসব পণ্যের দামের ওপর নির্ধারণ করে ফিতরা প্রদান করবেন।

মুফতি মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে ও ইমাম-মুয়াজ্জিন সমিতির জেলা সভাপতি মাওলানা আবু বকরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার উপপরিচালক মো. সফিউজ্জামান। প্রধান আলোচক ছিলেন ওলামা মাশায়েখ পরিষদ বগুড়ার সভাপতি মাওলানা আলমগীর হোসাইন।

সভায় উপস্থিত ছিলেন- জামিল মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা শামসুজ্জোহা, প্রফেসর শাইখ নজরুল ইসলাম, ইমাম-মুয়াজ্জিন সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল জলিল, মাওলানা আব্দুস সালাম, মাওলানা এমদাদুল হক প্রমুখ।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর