শুক্রবার, ০২ মে ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন

২৫ মার্চের ট্রেনের টিকিট পাওয়া যাবে আজ..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৮ বার পঠিত হয়েছে
ট্রেনের টিকিট। ছবি : সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে অনলাইনে শুরু হয় অগ্রিম টিকিট বিক্রি। এদিন আগামী ২৪ মার্চের টিকিট বিক্রি করা হয়।

এর ধারাবাহিকতায় আজ শনিবার (১৫) বিক্রি হচ্ছে আগামী ২৫ মার্চের টিকিট। রেলওয়ের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

এর আগে গত রোববার (৯ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি বলা হয়, শনিবার (১৫ মার্চ) বিক্রি করা হবে ২৫ মার্চের অগ্রিম টিকিট। পর্যায়ক্রমে ১৬ মার্চ ২৬ মার্চের, ১৭ মার্চ ২৭ মার্চের, ১৮ মার্চ ২৮ মার্চের, ১৯ মার্চ ২৯ মার্চের এবং ২০ মার্চ ৩০ মার্চের টিকিট বিক্রি করা হবে। একই সঙ্গে ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৪ মার্চ। এদিন দেওয়া হবে ৩ এপ্রিলের টিকিট।

যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে বিক্রি করা হয়। গতকাল দেওয়া হয়েছে আগামী ২৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট।

অগ্রিম টিকিট কাটার বিষয়ে রেল কর্তৃপক্ষ জানায়, একজন যাত্রী সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন এবং একসঙ্গে সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন। একজন যাত্রীর সর্বোচ্চ চারটি টিকিট কেনার ক্ষেত্রে সহযাত্রীদের নাম ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকবে।

ঈদে অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না। যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিটও বিক্রয় করা হবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর