রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন

গ্রামেই হবে মেয়ের জানাজা : আছিয়ার মা..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৩ বার পঠিত হয়েছে
মেয়ের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন আছিয়ার মা। ছবি : সংগৃহীত

মৃত্যুর কাছে হার মেনে মারা গেছে শিশু আছিয়া। এ খবরে শিশুটির বাকরুদ্ধ মা কান্নায় ভেঙে পড়ছেন, আর বিলাপ করছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আছিয়ার জানাজা গ্রামেই হবে।’

বৃহস্পতিবার (১৩ মার্চ) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

এদিকে শিশুটির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এছাড়াও আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দেন তিনি।

এদিকে বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আগামী সাত দিনের মধ্যে মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু হবে।

এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সংগঠনটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম আছিয়ার মৃত্যুর সংবাদে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়ে নিজের ফেসবুকে পোস্ট করেছেন।

উল্লেখ্য, গত ৫ মার্চ শিশু আছিয়া মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয়। ওই ঘটনায় ধর্ষণের অভিযোগে মামলা করেন শিশুটির মা। মামলা করার পর শিশুটির বোনের স্বামী, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেয় পুলিশ।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর