শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:২০ অপরাহ্ন

মাসব্যাপী গণইফতার বিতরণ কার্যক্রম চলছে গণঅধিকার পরিষদের..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৯ বার পঠিত হয়েছে
রাজধানীতে গণঅধিকার পরিষদের ইফতার বিতরণ। ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের মাসব্যাপী গণইফতার বিতরণ কার্যক্রম চলছে। (০৬ মার্চ) কর্মসূচির পঞ্চম দিনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় বিজয়নগর পানির টাংকির পাশে আল রাজি কমপ্লেক্সের সামনে গণইফতার বিতরণ করা হয়।

গণঅধিকার পরিষদ ঢাকা মহানগরের আয়োজনে গণইফতার বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেন, গণঅধিকার পরিষদ এ দেশের গণমানুষের রাজনীতি করে। নিপীড়িত, নির্যাতিত মানুষের অধিকার নিয়ে গণঅধিকার পরিষদ কাজ করে। প্রতি বছরের মতো এবছরও আমরা গণইফতার বিতরণ কার্যক্রম হাতে নিয়েছি। মূলত কার্যালয়ের আশেপাশে অনেক অসহায় মানুষ রয়েছে তারা যেন ভালোমতো ইফতার করতে পারে তার জন্যই আমাদের এই আয়োজন। এ সকল অসহায় মানুষকে সঙ্গে নিয়ে আমরা কার্যালয়ের সামনে প্রতি রমজানেই ইফতার করি।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন বলেন, মাসব্যাপী গণঅধিকার পরিষদের ইফতার বিতরণ কর্মসূচী চলছে। গণঅধিকার পরিষদের তরুণ নেতৃত্ব অধিকার আদায়ের আন্দোলনের পাশাপাশি দায়িত্ব এবং কর্তব্য পালনে সব সময় ভূমিকা পালন করে থাকে। সেই নিরিখেই এই ইফতার আয়োজন যা ধারাবাহিকভাবে চলছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর