রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন

সাবেক এমপি আফতাব ৪ দিনের রিমান্ডে..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২০ বার পঠিত হয়েছে
নীলফামারী-১ আসনের সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার। ছবি : সংগৃহীত

রংপুরে গ্রেপ্তার হওয়া ডিমলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক মো. সোয়েবুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মুস্তাফিজার রহমান ১৫ দিনের রিমান্ডের আবেদন করেন। রিমান্ডের বিরোধিতা করেন আসামিপক্ষের আইনজীবী অ্যাড. ইতফা আক্তার। পরে উভয়পক্ষের শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মে. মজিদ আলীর নেতৃত্বে নগরীর নিউ সেনপাড়া এলাকায় তার ছেলের বাসায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করা হয়। অভিযানে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (ওসি) আতাউর রহমান সঙ্গে ছিলেন।

আফতাব উদ্দিন সরকার নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বলপ্রয়োগ, হামলা ও হত্যার চেষ্টা অভিযোগে তিনটি মামলা রয়েছে। তাকে রংপুরের মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি এই মামলার এজাহারভুক্ত ৬০ নম্বর আসামি।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর