রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন

ন্যায্য বেতন-ভাতাসহ নানা দাবিতে শ্রমিকদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৭ বার পঠিত হয়েছে
সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ। ছবি : Max tv bd

ন্যায্য মজুরিসহ নানা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (০৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সাভারের উলাইল এলাকায় ডায়নামিক সোয়েটারের শ্রমিকরা জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন। এ সময় তারা রমজান মাসের কর্মঘণ্টা কমানো, ওভার টাইম প্রদান ও ১৩ স্টাফকে চাকরিচ্যুত করার প্রতিবাদ জানান।

এক পর্যায়ে পার্শ্ববর্তী আল লিমা গার্মেন্টস, আল মুসলিম গার্মেন্টসের শ্রমিকদের রাস্তায় নেমে আসার আহ্বান জানান। যদিও তাতে সাড়া মেলেনি। পরে কয়েকজন শ্রমিক আল লিমা গার্মেন্টস লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে।

খবর পেয়ে সাভার থানা পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। একপর্যায়ে শ্রমিকরা মহাসড়কের মূল লেন ছেড়ে ঢাকামুখী সার্ভিস লেনে অবস্থান নেয়।

শ্রমিকরা জানান, কয়েক দফায় সময় দিয়েও কারখানাটির মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেয়নি। সর্বশেষ সকালে কারখানা থেকে বেরিয়ে তারা মহাসড়ক অবরোধ করে।

ডায়নামিক সোয়েটারের অপারেটর অর্চনা বলেন, আমাদের এখানে দুটি স্যালারি শিটে সাইন করতে হয়। একটি বায়ারের জন্য, অপরটি জেনারেল শিট। বায়ার শিটে লেখা বেতনের প্রায় অর্ধেক দেওয়া হয় আমাদের। আমরা নানাভাবে বৈষম্যের শিকার।

শ্রমিক আনজুয়ারা বলেন, আমরা সকাল সাতটা-পাঁচটা কাজ করতে চাই কিন্তু মালিক পক্ষ আমাদের দিয়ে রাত আটটা পর্যন্ত কাজ করায়। তারা তিন ঘণ্টা ওভারটাইম করিয়ে মাত্র ১০০ টাকা হাতে ধরিয়ে দেয়। অথচ প্রতি ঘণ্টা ওভারটাইম পাওয়ার কথা ৭৫ টাকা।

ডায়নামিক সোয়েটারের ফিনিশিং বিভাগের কোয়ালিটি ইন্সপেক্টর মো. নাঈম ইসলাম বলেন, পবিত্র এ রমজানের মধ্যেও তারা সকাল ছয়টা থেকে ডিউটি দিয়েছে। এদিকে ফজরের জামাত হয় সাড়ে পাঁচটায়। এটা একটা সমস্যা। অন্যদিকে দেশের যা অবস্থা এত সকালে নারী শ্রমিকদের আসতেও যথেষ্ট ভয় ও শঙ্কার মধ্যে পড়তে হয়। যাতে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।

সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, ডায়নামিক সোয়েটারের শ্রমিকরা সকাল থেকে মহাসড়কের পাশে সার্ভিস লেনে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। ঢাকা-আরিচা মহাসড়কের মূল লেন অবরোধের চেষ্টা করেও সাভার থানা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং সেনাবাহিনীর তৎপরতায় ব্যর্থ হয়ে তারা। আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলেছি তাদের খুব বড়সড় কোনো দাবি-দাওয়া নেই। ওভারটাইম কাজের রেটসহ ছোটখাটো কিছু দাবি রয়েছে। প্রত্যাশা করছি আগামীকাল মালিকপক্ষ এবং শ্রমিকদের সঙ্গে বসলে এটির সমাধান হয়ে যাবে। প্রায় চার ঘণ্টা পর আগামীকাল মালিকপক্ষের সঙ্গে বসা হবে এমন আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকদের দুপুর ২টার দিকে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল কবির বলেন, সকাল থেকে শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের চেষ্টা করছিল। ডায়নামিক সোয়েটার লিমিটেডের শ্রমিকরা তাদের কিছু দাবি-দাওয়ার প্রেক্ষিতে এ অবরোধ কর্মসূচি পালন করছে। সেনাবাহিনী এবং আমরা পুলিশের পক্ষ থেকে মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং আমাদের কথা হয়েছে। আগামীকাল দুপুরের মামুন কমিউনিটি সেন্টারের মালিক এবং শ্রমিক পক্ষের সঙ্গে বসে সমস্যার সমাধান করার আশ্বাসে শ্রমিকরা সড়ক ছেড়ে দেয়। শ্রমিকরা সকালে পাশের একটি কারখানায় হামলা করার চেষ্টা করে পরে পুলিশ অ্যাকশনে গেলে তারা নিভৃত হয়। এ ঘটনায় কোনো রকমের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর