শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন

শান্তির পথে ফিরছে তুরস্কের কুর্দিরা..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২১ বার পঠিত হয়েছে
আবদুল্লাহ ওজালানের ছবি নিয়ে রাস্তায় কুর্দি জনতা | ছবি: রয়টার্স

তুরস্কের সঙ্গে দীর্ঘ ৪০ বছরের সংঘাতের অবসানের ঘোষণা দিয়েছে নিষিদ্ধ ঘোষিত কুর্দি গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। সংগঠনের কারাবন্দি নেতা আবদুল্লাহ ওজালানের আহ্বানে তারা অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে এবং সংগঠন বিলুপ্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। পিকেকের এক বিবৃতির বরাত দিয়ে শনিবার বিবিসি এ খবর জানায়।

বিবৃতিতে পিকেকে জানিয়েছে, তুরস্ক সরকারের কাছে তারা ওজালানের মুক্তি চেয়েছে, যাতে তিনি নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার নেতৃত্ব দিতে পারেন। ১৯৯৯ সাল থেকে বন্দি থাকা ওজালান সম্প্রতি এক সপ্তাহব্যাপী অস্ত্র সমর্পনের আহ্বান জানান। এর পরিপ্রেক্ষিতে পিকেকে এই সিদ্ধান্ত নিয়েছে।

তুরস্ক সরকারের সঙ্গে শান্তি উদ্যোগের অংশ হিসেবে কয়েক মাস আগে মধ্যস্থতা শুরু হয়। সম্প্রতি ইস্তাম্বুলের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ইমরালি দ্বীপের কারাগারে ওজালান কুর্দি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

পিকেকের বিবৃতিতে বলা হয়েছে, নেতা আপো (ওজালান) শান্তি ও গণতান্ত্রিক সমাজ গঠনের যে আহ্বান জানিয়েছেন, তা বাস্তবায়নের পথ সুগম করতেই আমরা আজ থেকে অস্ত্রবিরতি ঘোষণা করছি। আমাদের ওপর আক্রমণ না হলে আমরা আর কোনো সশস্ত্র পদক্ষেপ নেব না।

১৯৮৪ সাল থেকে কুর্দিদের স্বতন্ত্র মাতৃভূমির দাবিতে বিদ্রোহ চালিয়ে আসছে পিকেকে। এই সংঘাতে প্রায় ৪০ হাজার মানুষ নিহত হয়েছে। তবে ওজালানের নতুন আহ্বানে দীর্ঘদিনের এই সংঘাতের অবসান ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর