শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন

বিএনপি নেতা নোমানের জন্য নিউইয়র্কে দোয়া মাহফিল..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২২ বার পঠিত হয়েছে
সদ্যপ্রয়াত বিএনপি নেতা নোমানের মাগফেরাত কামনায় নিউইয়র্কে দোয়া মাহফিল। ছবি : Max tv bd

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সদ্যপ্রয়াত আবদুল্লাহ আল নোমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বাদ এশা অনুষ্ঠিত দোয়া মাহফিলের আয়োজন করে নোমানের কয়েকজন কর্মী সমর্থক। জ‍্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিলে ইসলামিক সেন্টারের পেশ ইমাম মওলানা আব্দুস সাদেক দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তারিক চৌধুরী দিপু ও মাকসুদুল হক চৌধুরী।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা যথাক্রমে জসিম ভুঁইয়া, আব্দুস সবুর, শামসুল ইসলাম মজনু, মোশাররফ সবুজ, এডভোকেট কাজী খায়রুল বাশার, তারিক চৌধুরী দিপু, মাকসুদুল হক চৌধুরী, বদিউল আলম, নাসিম আহমেদ, মোতাহার হোসেন, সুলতান আহমেদ ভুঁইয়া, মোহাম্মদ বাচ্চু মিয়া, মৃধা মোহাম্মদ জসিম, নুর আলম, রাশেদ রহমান, মির্জা আজম, মসজিদ কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক মো হাকিম ও মোহাম্মদ নাদেরসহ অনেকে।

এর আগে, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে রাজধানীর ধানমন্ডির বাসায় ইন্তেকাল করেন আবদুল্লাহ আল নোমান। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে হেলিকপ্টার যোগে তার মরদেহ চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে নেওয়া হয়। সেখান থেকে তার মরদেহ রাখা হয় কাজির দেউড়ি্র ভিআইপি টাওয়ারের বাসভবন প্রাঙ্গণে। পরে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গ্রামের বাড়ি রাউজান উপজেলার গহিরায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এই বিএনপি নেতাকে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর